হাওর বার্তা ডেস্কঃ সিলেটে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা শুরু হয়েছে। শনিবার দুপুর ২টায় নগরের চৌহাট্টাস্থ সরকারি আলিয়া মাদরাসা মাঠে জনসভা শুরু হয়। জনসভায় সভাপতিত্ব করছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট লুৎফুর রহমান ও সঞ্চালনা করছেন মহানগর আওয়ামী লীগ সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান।
এর আগে বেলা ১১টা ২৯ মিনিটে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন শেখ হাসিনা। পরে ১১টা ৪৭ মিনিটে তিনি হযরত শাহপরাণ (রহ.) মাজার জিয়ারতের উদ্দেশ্যে বের হন। সেখানে মাজার জিয়ারত করে তিনি সিলেটের সার্কিট হাউজে বিশ্রাম নেন।
এদিকে দুপুর ১২টা থেকে নৌকা স্লোগানে স্থানীয় নেতাকর্মীরা জনসভাস্থলে জড় হতে শুরু করেন।
জনসভায় স্বাগত বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ। এসময় তিনি আাগামী ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।