হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার সিলেট যাচ্ছেন। আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে প্রধানমন্ত্রী দুপুর আড়াইটায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
এর আগে সকালে সিলেটে গিয়ে শেখ হাসিনা হযরত শাহজালাল (রহ.), হযরত শাহপরান ও হযরত গাজী বোরহান উদ্দিন (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।