হাওর বার্তা ডেস্কঃ বৃষ্টি ও বাতাসের কারণে প্রচার-প্রচারণার বিঘতার পাশাপাশি নির্বাচনী পোস্টার খসে পড়ছে। শহরের চেয়ে গ্রামের খোলা এলাকার রাস্তা-ঘাটের উপর দড়ি দিয়ে টানানো পোস্টার অধিক হারে মাটিতে পড়ে গেছে।
অসময়ে বৃষ্টিপাত সংসদ সদস্য প্রার্থীদের প্রচারণায় বাগড়া দিচ্ছে। প্রচারণার অংশ হিসেবে নতুন করে আবারো পোস্টার ছাপানো লাগবে বলে জানিয়েছেন অনেকেই।
জেলা বিএনপির সহ সভাপতি ও সুনামগঞ্জ পৌর বিএনপির সভাপতি এ্যাড. শেরেনুর আলী বলেন,‘বৃষ্টির কারণে প্রচার-প্রচারণায় অসুবিধার পাশাপাশি পোস্টারগুলো ভিজে ছিড়ে পড়ে যাচ্ছে। বৃষ্টি না কমলে কোন পোস্টারই রশিতে থাকবে না। সব এলাকায় নতুন করে পোস্টার লাগাতে হবে।