হাওর বার্তা ডেস্কঃ শাল্লা উপজেলার যোগাযোগের একমাত্র রাস্তা দিরাই-শাল্লা সড়কে দাড়াই নদীর উপর নির্মিত সেতুর উভয় পাশে উপজেলাবাসী স্বেছাশ্রমে মাটির কাজ শুরু করেছেন। উপজেলা প্রশাসনের উদোগে কানেকটিং শাল্লা নামের ব্যানারে ১৪, ১৫ ও ১৭ ডিসেম্বর ৩ তিন ব্যাপী স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই কাজ চলবে।
উপজেলা নিবার্হী কর্মকর্তা আল-মুক্তাদির হোসেনের নেতৃত্বে কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকার। উপজেলা প্রশাসন স্বেচ্ছায় সেতুর দুই পাশে মাটির কাজ করার জন্য এলাকাবাসীকে অবগত করলে জনমনে উৎসাহ জাগে। স্বেচ্ছায় কাজ করার মনোভাব নিয়ে উপজেলার স্কুল, কলেজের ছাত্র/ছাত্রী, শিক্ষকমন্ডলী, সরকারী কর্মকর্তা কর্মচারীবৃন্দ, ইউনিয়ন পরিষদ, উদীচী শিল্পী গোষ্ঠী, আপন যুব সংঘ, সদর বাজার ব্যবসায়ী সমিতি, মৎস্যজীবী সমিতি, সাংবাদিকবৃন্দ ,থানা পুলিশ, উপজেলা পরিষদ সহ এলাকার সকল শ্রেণী পেশার শত শত নারী পুরুষ কাজে অংশগ্রহণ করেন।
উপজেলা নিবার্হী কর্মকর্তা আল-মুক্তাদির হোসেন বলেন, দিরাই-শাল্লা সড়কটি সড়ক ও জনপথ বিভাগের। রাস্তার বেহাল দৃশ্য দেখে আমার মনে হয়েছিল যেহেতু এখন কোন প্রকার বরাদ্দ নেই তাই সেটি সেচ্ছাশ্রমের মাধ্যমে করলে কেমন হয়। সেই চিন্তা থেকেই মূলত এই কাজ করা। আমি খুব খুশি যে এলাকাবাসী আমার ডাকে সাড়া দিয়ে সেচ্ছায় রাস্তার মাটির কাজে অংশগ্রহণ করছেন। তিনি এই মহৎ কাজে অংশগ্রহণকারী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।