হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা আজ বুধবার থেকে শুরু হচ্ছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠের মাধ্যমে এ প্রচারণা শুরু হবে। তাই নিজের সংসদীয় আসন থেকে ভোটের প্রচার শুরু করতে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার পথে রওনা হয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার সকাল ৮টা ২৩ মিনিটে ঢাকার গণভবন থেকে সড়কপথে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হয় শেখ হাসিনার গাড়িবহর। দুপুরে জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ ও দোয়া করবেন তিনি। এরপর বিকালে টুঙ্গিপাড়া এবং কোটালিপাড়ায় পৃথক দুটি নির্বাচনী জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। রাতে টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে রাতযাপন শেষে মাওয়া হয়ে সড়কপথে ঢাকায় ফিরবেন তিনি।
ঢাকা ফেরার পথে ফরিদপুরের ভাঙ্গা মোড়, ফরিদপুর মোড়, রাজবাড়ী রাস্তার মোড়, পাটুরিয়া ঘাট, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, ধামরাই রাবেয়া মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল প্রাঙ্গণ এবং সাভার বাসস্ট্যান্ডে নির্বাচনী প্রচার কর্মসূচিতে শেখ হাসিনা অংশ নেবেন। এ ছাড়া এবার ২০টি জেলায় নির্বাচনী জনসভা এবং পথসভায় অংশ নিচ্ছেন আওয়ামী লীগ সভানেত্রী।
জেলাগুলোর মধ্যে রয়েছে- সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, কুমিল্লা, নারায়ণগঞ্জ, নরসিংদী, চট্টগ্রাম, রংপুর, জয়পুরহাট, বগুড়া, নড়াইল, যশোর, বাগেরহাট, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, রাজশাহী ও নাটোরসহ আরও বেশ কয়েকটি জেলা। কেন্দ্রীয় নেতারাও জেলায় জেলায় সফর করবেন।