হাওর বার্তা ডেস্কঃ ৩ ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে ‘নিউ এরাব’ আরব বিশ্বের যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর যুদ্ধাহত শিশুদের কাহিনি উপস্থাপন করেছে। এসব শিশু বিবদমান ও যুদ্ধরত পক্ষগুলোর মর্টার শেল এবং মিসাইলের আঘাতে পঙ্গুত্ববরণ করে। তাদের হাত-পা কেটে ফেলতে হয়েছে বা চোখ নষ্ট হয়েছে বা অন্যকোনো কারণে চলৎশক্তি হারিয়েছে।
এতকিছু সত্ত্বেও তারা জীবনের পথে ঘুরে দাঁড়িয়েছে এবং স্বপ্নযাত্রায় এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। তারা বুকে প্রত্যাশার আলো জ্বালিয়ে রেখেছে, গন্তব্যের পথে ছুটে চলার দৃঢ়প্রত্যয় তাদের রয়েছে। কিন্তু প্রয়োজনীয় অবকাঠামো ও মানসিক পরিচর্যার অভাব রয়েছে; সাহায্য-সহযোগিতাও পর্যাপ্ত নয়, যা তাদের এগিয়ে যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
আবদুস সাত্তার আইনী