কাজ সহজ করবে স্মার্ট টেবিল

হাওর বার্তা ডেস্কঃ মোবাইল ফোন, ঘড়ি, চশমা থেকে শুরু করে ব্যবহার্য অনেক কিছুতেই এখন স্মার্ট প্রযুক্তি। প্রশ্ন আসতেই পারে-তাহলে কাজের টেবিলটি কেনো থাকবে সেকেলে। কাজ আরও সহজ করতে তারা নিয়ে এসেছে স্মার্ট টেবিল।এর নাম দেওয়া হয়েছে স্মার্টডেস্ক।

টেবিলটিতে আধুনিক প্রযুক্তির প্রায় সব সুবিধাই রয়েছে।স্মার্টডেস্কের সঙ্গে যুক্ত করা হয়েছে সর্বশেষ প্রযুক্তির কম্পিউটারসহ নানা ডিভাইস। একই সারিতে লাগানো আছে তিনটি ২৪ ইঞ্চি টাচস্ক্রিন মনিটর। টেবিল থেকেই করা যাবে ফোন কল।

ব্লুটুথ হেডফোনের মাধ্যমে শোনা যাবে গানও। আর উপরে বিশেষ অংশে রেখে তারহীনভাবেই চার্জ দেওয়া যাবে ফোন।টেবিলটির গুণাগুন এখানেই শেষ নয়। এটি ব্যবহারকারীর উচ্চতা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবেই সেট হতে পারবে।

তাই বসে বা দাঁড়িয়েই কাজ করা যাবে। ক্যামট্রেক্স জানিয়েছে, টেবিলটির সব কাজই হবে তারবিহীন। শুধু একটি তার দেওয়ালের বিদ্যুৎ সংযোগের সঙ্গে যুক্ত থাকবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর