হাওর বার্তা ডেস্কঃ প্রায় ১৫ দিন পর বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) হঠাৎ করে বনানী কার্যালয়ে এসেছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। গাড়িতে করে বনানী কার্যালয়ে সামনে এলেও না নেমেই ফিরে যান তিনি।
এসময় এরশাদ বলেন, তোমাদের কোনো ভয় নেই, আমাদের কোনো ভয় নেই। আমরা সবসময় নির্বাচন করেছি এবারও নির্বাচন করবো। দুপুর ১২টার দিকে অপ্রত্যাশিতভাবেই সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে হাজির হন।
এসময় এরশাদ বলেন, নতুন মহাসচিবকে ভালোবাসতে হবে। পুরাতন মহাসচিবকে ভালোবাসতাম। নতুন মহাসচিবকে সহযোগিতা করতে হবে। তাকে গাইড করতে হবে। আমার ব্লাড শটেজ রয়েছে। আমার বয়স হয়েছে, চিকিৎসা করাতে বাইরে যেতে দেবে না-তোমাদের দোয়ায় জাতীয় পাটি বেঁচে আছে। ভবিষ্যতেও বেঁচে থাকবে, কেউ আমাদের কিছু করতে পারবে না।
গাড়িতে বসেই এরশাদ বলেন, আজ বলতে এসেছি। আমাকে কেউ দমিয়ে রাখতে পারবে না। বেঁচে আছি, বেঁচে থাকবো। ২৭ বছর ধরে রাস্তায় রস্তায় ঘুরেছি, পার্টি ছাড়ি নাই৷ সব নির্ভর করছে তোমাদের ওপর। কেউ পার্টি ছেড়ে যেয়ো না-আমাকে প্রতিশ্রুতি দাও৷
এভাবে কয়েক মিনিট গাড়িতে বসে কথা বলেই চলে যান তিনি। এরশাদ চলে যাওয়ার পর উপস্থিত নেতাকর্মীরা শ্লোগান শুরু করেন, এরশাদের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, আওয়ামী লীগের দালালেরা হুশিয়ার সাবধান।
সর্বশেষ ২০ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার অনুষ্ঠানে কথা বলেন। এরপর থেকে কখনও বাসায় কখনও সিএমএইচ। কিন্তু মিডিয়ার সামনে আসেননি তিনি।