হাওর বার্তা ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬৪টি আসনে ২৮১ জন প্রার্থীকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। এরমধ্যে ৫৩টি আসনে নতুন মুখ। ১৭টি আসনে দুইজন করে প্রার্থী রাখা হয়েছে। ঢাকা-১৭ আসনের দুই জনই নতুন। এ ছাড়া, দুইজন করে প্রার্থী দেওয়া বাকি আসনগুলোতে একজন করে নতুন মুখ। মনোনীত নতুন প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের পুত্র শেখ সারহান নাসের তন্ময় (বাগেরহাট-২), আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের পুত্র নিজাম উদ্দিন জলিল জন (নওগাঁ-৫), ডা. আব্দুল আজিজ (সিরাজগঞ্জ-৩), আহমেদ ফিরোজ কবির (পাবনা-২), মো. শফিকুল আজম খান (ঝিনাইদহ-৩), মে. জেনারেল অব. নাসির উদ্দিন (যশোর-২)।
এ ছাড়া, নতুন প্রার্থীর তালিকায় রয়েছেন সাইফুজ্জামান শিখর (মাগুড়া-১), ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা (নড়াইল-২), শেখ সালাউদ্দিন জুয়েল (খুলনা-২), আকতারুজ্জামান বাবু (খুলনা-৬), মো. শাহাজাহান মিয়া (পটুয়াখালী-১), এস এম শাহজাদা (পটুয়াখালী-৩), আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শ. ম রেজাউল করিম (পিরোজপুর-১), আতাউর রহমান খান (টাঙ্গাইল-৩), আহসানুল ইসলাম (টাঙ্গাইল-৬), মোহাম্মদ মুরাদ হাসান (জামালপুর-৪), শহিদুল ইসলাম (নাটোর-১) মাওলানা রুহুল আমিন মাদানী (ময়মনসিংহ-৭), মানু মজুমদার (নেত্রকোনা-১) আশরাফ আলী খান খসরু (নেত্রকোনা-২), আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল (নেত্রকোনা-৩), নূর মোহাম্মদ (কিশোরগঞ্জ-২), সালমান এফ রহমান (ঢাকা-১), ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান (ঢাকা-১৩), চলচ্চিত্র নায়ক ফারুক (ঢাকা-১৭), বেনজীর আহমেদ (ঢাকা-২০), ইকবাল হাসান সবুজ (গাজীপুর-৩), কামরুল আশরাফ খান (নরসিংদী-২) জহিরুল হক ভূঁইয়া (নরসিংদী-৩), সাবেক সচিব মঞ্জুর হোসেন (ফরিদপুর-১), আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ (মাদারীপুর-৩), আওয়ামী লীগের কার্যকরী সংসদের সদস্য ইকবাল হোসেন অপু (শরিয়তপুর-১), আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম (শরীয়তপুর-২), নেছার আহমেদ (মৌলভীবাজার-৩), মো. এবাদুল করিম বুলবুল (ব্রাহ্মণবাড়িয়া-৫), সেলিমা আহমাম মেরি (কুমিল্লা -২), আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল (চট্টগ্রাম-৯), আব্দুল মোমিন মন্ডল (সিরাজগঞ্জ-৫), জাফর আলম (কক্সবাজার-১), ড. এ কে আবদুল মোমেন (সিলেট-১), শাহিনা আক্তার চৌধুরী (কক্সবাজার-৪) ও রাঙ্গামাটি দীপংকর তালুকদার।
যেসব আসনে দুইজন করে প্রার্থীর মনোনয়ন দেওয়া হয়েছে সেগুলোর অধিকাংশ একজন করে নতুন। এসব আসনের নতুন মুখগুলো হলো, মশিউর রহমান হুমায়ুন (কিশোরগঞ্জ-১), কাজী মনিরুল ইসলাম মনু (ঢাকা-৫), সেলিম আফতাব জর্জ (কুষ্টিয়া-৪), সামসুল হক রেজা (পটুয়াখালী-২), মোজাফফর হোসেন (পটুয়াখালী-৩), অধ্যক্ষ এমএ মতিন (কুড়িগ্রাম-৩), জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান (চাঁদপুর-৪), নুরুল আমিন রুহুল (চাঁদপুর-২), কাদের খান (ঢাকা-১৭), এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (টাঙ্গাইল-৮), শাহে আলম তালুকদার (বরিশাল-২) প্রমুখ।