ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগে অর্ধশত নতুন মুখ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ নভেম্বর ২০১৮
  • ৩৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬৪টি আসনে ২৮১ জন প্রার্থীকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। এরমধ্যে ৫৩টি আসনে নতুন মুখ। ১৭টি আসনে দুইজন করে প্রার্থী রাখা হয়েছে। ঢাকা-১৭ আসনের দুই জনই নতুন। এ ছাড়া, দুইজন করে প্রার্থী দেওয়া বাকি আসনগুলোতে একজন করে নতুন মুখ। মনোনীত নতুন প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের পুত্র শেখ সারহান নাসের তন্ময় (বাগেরহাট-২), আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের পুত্র নিজাম উদ্দিন জলিল জন (নওগাঁ-৫), ডা. আব্দুল আজিজ (সিরাজগঞ্জ-৩), আহমেদ ফিরোজ কবির (পাবনা-২), মো. শফিকুল আজম খান (ঝিনাইদহ-৩), মে. জেনারেল অব. নাসির উদ্দিন (যশোর-২)।

এ ছাড়া, নতুন প্রার্থীর তালিকায় রয়েছেন সাইফুজ্জামান শিখর (মাগুড়া-১), ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা (নড়াইল-২), শেখ সালাউদ্দিন জুয়েল (খুলনা-২), আকতারুজ্জামান বাবু (খুলনা-৬), মো. শাহাজাহান মিয়া (পটুয়াখালী-১), এস এম শাহজাদা (পটুয়াখালী-৩), আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শ. ম রেজাউল করিম (পিরোজপুর-১), আতাউর রহমান খান (টাঙ্গাইল-৩), আহসানুল ইসলাম (টাঙ্গাইল-৬), মোহাম্মদ মুরাদ হাসান (জামালপুর-৪), শহিদুল ইসলাম (নাটোর-১) মাওলানা রুহুল আমিন মাদানী (ময়মনসিংহ-৭), মানু মজুমদার (নেত্রকোনা-১) আশরাফ আলী খান খসরু (নেত্রকোনা-২), আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল (নেত্রকোনা-৩), নূর মোহাম্মদ (কিশোরগঞ্জ-২), সালমান এফ রহমান (ঢাকা-১), ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান (ঢাকা-১৩), চলচ্চিত্র নায়ক ফারুক (ঢাকা-১৭), বেনজীর আহমেদ (ঢাকা-২০), ইকবাল হাসান সবুজ (গাজীপুর-৩), কামরুল আশরাফ খান (নরসিংদী-২) জহিরুল হক ভূঁইয়া (নরসিংদী-৩), সাবেক সচিব মঞ্জুর হোসেন (ফরিদপুর-১), আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ (মাদারীপুর-৩), আওয়ামী লীগের কার্যকরী সংসদের সদস্য ইকবাল হোসেন অপু (শরিয়তপুর-১), আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম (শরীয়তপুর-২), নেছার আহমেদ (মৌলভীবাজার-৩), মো. এবাদুল করিম বুলবুল (ব্রাহ্মণবাড়িয়া-৫), সেলিমা আহমাম মেরি (কুমিল্লা -২), আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল (চট্টগ্রাম-৯), আব্দুল মোমিন মন্ডল (সিরাজগঞ্জ-৫), জাফর আলম (কক্সবাজার-১), ড. এ কে আবদুল মোমেন (সিলেট-১), শাহিনা আক্তার চৌধুরী (কক্সবাজার-৪) ও রাঙ্গামাটি দীপংকর তালুকদার।

যেসব আসনে দুইজন করে প্রার্থীর মনোনয়ন দেওয়া হয়েছে সেগুলোর অধিকাংশ একজন করে নতুন। এসব আসনের নতুন মুখগুলো হলো, মশিউর রহমান হুমায়ুন (কিশোরগঞ্জ-১), কাজী মনিরুল ইসলাম মনু (ঢাকা-৫), সেলিম আফতাব জর্জ (কুষ্টিয়া-৪), সামসুল হক রেজা (পটুয়াখালী-২), মোজাফফর হোসেন (পটুয়াখালী-৩), অধ্যক্ষ এমএ মতিন (কুড়িগ্রাম-৩), জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান (চাঁদপুর-৪), নুরুল আমিন রুহুল (চাঁদপুর-২), কাদের খান (ঢাকা-১৭), এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (টাঙ্গাইল-৮), শাহে আলম তালুকদার (বরিশাল-২) প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগে অর্ধশত নতুন মুখ

আপডেট টাইম : ০৪:৪৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ নভেম্বর ২০১৮

হাওর বার্তা ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬৪টি আসনে ২৮১ জন প্রার্থীকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। এরমধ্যে ৫৩টি আসনে নতুন মুখ। ১৭টি আসনে দুইজন করে প্রার্থী রাখা হয়েছে। ঢাকা-১৭ আসনের দুই জনই নতুন। এ ছাড়া, দুইজন করে প্রার্থী দেওয়া বাকি আসনগুলোতে একজন করে নতুন মুখ। মনোনীত নতুন প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের পুত্র শেখ সারহান নাসের তন্ময় (বাগেরহাট-২), আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের পুত্র নিজাম উদ্দিন জলিল জন (নওগাঁ-৫), ডা. আব্দুল আজিজ (সিরাজগঞ্জ-৩), আহমেদ ফিরোজ কবির (পাবনা-২), মো. শফিকুল আজম খান (ঝিনাইদহ-৩), মে. জেনারেল অব. নাসির উদ্দিন (যশোর-২)।

এ ছাড়া, নতুন প্রার্থীর তালিকায় রয়েছেন সাইফুজ্জামান শিখর (মাগুড়া-১), ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা (নড়াইল-২), শেখ সালাউদ্দিন জুয়েল (খুলনা-২), আকতারুজ্জামান বাবু (খুলনা-৬), মো. শাহাজাহান মিয়া (পটুয়াখালী-১), এস এম শাহজাদা (পটুয়াখালী-৩), আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শ. ম রেজাউল করিম (পিরোজপুর-১), আতাউর রহমান খান (টাঙ্গাইল-৩), আহসানুল ইসলাম (টাঙ্গাইল-৬), মোহাম্মদ মুরাদ হাসান (জামালপুর-৪), শহিদুল ইসলাম (নাটোর-১) মাওলানা রুহুল আমিন মাদানী (ময়মনসিংহ-৭), মানু মজুমদার (নেত্রকোনা-১) আশরাফ আলী খান খসরু (নেত্রকোনা-২), আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল (নেত্রকোনা-৩), নূর মোহাম্মদ (কিশোরগঞ্জ-২), সালমান এফ রহমান (ঢাকা-১), ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান (ঢাকা-১৩), চলচ্চিত্র নায়ক ফারুক (ঢাকা-১৭), বেনজীর আহমেদ (ঢাকা-২০), ইকবাল হাসান সবুজ (গাজীপুর-৩), কামরুল আশরাফ খান (নরসিংদী-২) জহিরুল হক ভূঁইয়া (নরসিংদী-৩), সাবেক সচিব মঞ্জুর হোসেন (ফরিদপুর-১), আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ (মাদারীপুর-৩), আওয়ামী লীগের কার্যকরী সংসদের সদস্য ইকবাল হোসেন অপু (শরিয়তপুর-১), আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম (শরীয়তপুর-২), নেছার আহমেদ (মৌলভীবাজার-৩), মো. এবাদুল করিম বুলবুল (ব্রাহ্মণবাড়িয়া-৫), সেলিমা আহমাম মেরি (কুমিল্লা -২), আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল (চট্টগ্রাম-৯), আব্দুল মোমিন মন্ডল (সিরাজগঞ্জ-৫), জাফর আলম (কক্সবাজার-১), ড. এ কে আবদুল মোমেন (সিলেট-১), শাহিনা আক্তার চৌধুরী (কক্সবাজার-৪) ও রাঙ্গামাটি দীপংকর তালুকদার।

যেসব আসনে দুইজন করে প্রার্থীর মনোনয়ন দেওয়া হয়েছে সেগুলোর অধিকাংশ একজন করে নতুন। এসব আসনের নতুন মুখগুলো হলো, মশিউর রহমান হুমায়ুন (কিশোরগঞ্জ-১), কাজী মনিরুল ইসলাম মনু (ঢাকা-৫), সেলিম আফতাব জর্জ (কুষ্টিয়া-৪), সামসুল হক রেজা (পটুয়াখালী-২), মোজাফফর হোসেন (পটুয়াখালী-৩), অধ্যক্ষ এমএ মতিন (কুড়িগ্রাম-৩), জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান (চাঁদপুর-৪), নুরুল আমিন রুহুল (চাঁদপুর-২), কাদের খান (ঢাকা-১৭), এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (টাঙ্গাইল-৮), শাহে আলম তালুকদার (বরিশাল-২) প্রমুখ।