ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মাঠে মাঠে চলছে ধান কাটার মহাউৎসব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮
  • ৩৩১ বার

হাওর বার্তা ডেস্কঃ মাঠ জুরে সোনালি ধান। আমন ধানের সোদার গন্ধে ভরে উঠেছে আবহমান গ্রামীন জনপদ। আর একে কেন্দ্র করে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মাঠে মাঠে চলছে ধান কাটার মহাউৎসব। তাই এ মৌসুমে কৃষকের আঙ্গিনায় শুধু ধান আর ধান। এমনি মহাব্যস্ততায় দম ফেলার ফুসরত নেই কৃষক আর কৃষানীদের।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কেউ ধান কাটছেন, কেউ আটি বাধছেন, কেউ ধান মাড়াই করছে। আবার কেউ ধান নিয়ে বাড়ি যাচ্চে। আর কৃষানীরা কেউ ধান উড়াচ্চে, কেউ ধান সিদ্ধ করে চাল তৈরি করছে। এদিকে ফলন ভালো হওয়ায় আর দাম ভালো হওয়ায় কৃষকদের মুখে ফুটছে হাসির ঝিলিক।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ মৌসুমে কটিয়াদী উপজেলায় ১২ হাজার ৪৮৫হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। এবার বি-৪৯, বি আর-২২, বি- ৭০, বি-৭১, বি-৭২, ধান চাষ হয়েছে বেশি। এসব জাতের চাল চিকন ও সুস্বাদু হওয়ায় হাটবাজারে এর চাহিদা বেশি।

চাষিরা জানান,ধান কাটা শুরু হয়েছে। আগামী ১৫দিনের মধ্যে ধান কাটা ও মাড়াই এর কাজ শেষ হবে এবং ধান ঘরে আসবে। বাজারে এখন ধান প্রতি মণ ৬৫০-৮০০টাকায় বিক্রি হচ্ছে। চান্দপুর গ্রামের কৃষক রহিম মিয়া জানান, এবার ৫ একর জমিতে ধান চাষ করেছি। ধানের ফলনও ভালো এবং দামও ভালো।

উপজেলা কৃষি কর্মকর্তা মুকশেদুল হক বলেন, এবার ৩৩ হাজার ১৪১মেঃটন চালের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। আশা করা হচ্ছে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। ইতিমধ্যে ধান কাটা শুরু হয়েছ এবং ফলনও ভালো হয়েছে। আগামী ২-৩ সপ্তাহের মধ্যে সব ধান ঘরে তুলতে পারবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মাঠে মাঠে চলছে ধান কাটার মহাউৎসব

আপডেট টাইম : ০৩:৫৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮

হাওর বার্তা ডেস্কঃ মাঠ জুরে সোনালি ধান। আমন ধানের সোদার গন্ধে ভরে উঠেছে আবহমান গ্রামীন জনপদ। আর একে কেন্দ্র করে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মাঠে মাঠে চলছে ধান কাটার মহাউৎসব। তাই এ মৌসুমে কৃষকের আঙ্গিনায় শুধু ধান আর ধান। এমনি মহাব্যস্ততায় দম ফেলার ফুসরত নেই কৃষক আর কৃষানীদের।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কেউ ধান কাটছেন, কেউ আটি বাধছেন, কেউ ধান মাড়াই করছে। আবার কেউ ধান নিয়ে বাড়ি যাচ্চে। আর কৃষানীরা কেউ ধান উড়াচ্চে, কেউ ধান সিদ্ধ করে চাল তৈরি করছে। এদিকে ফলন ভালো হওয়ায় আর দাম ভালো হওয়ায় কৃষকদের মুখে ফুটছে হাসির ঝিলিক।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ মৌসুমে কটিয়াদী উপজেলায় ১২ হাজার ৪৮৫হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। এবার বি-৪৯, বি আর-২২, বি- ৭০, বি-৭১, বি-৭২, ধান চাষ হয়েছে বেশি। এসব জাতের চাল চিকন ও সুস্বাদু হওয়ায় হাটবাজারে এর চাহিদা বেশি।

চাষিরা জানান,ধান কাটা শুরু হয়েছে। আগামী ১৫দিনের মধ্যে ধান কাটা ও মাড়াই এর কাজ শেষ হবে এবং ধান ঘরে আসবে। বাজারে এখন ধান প্রতি মণ ৬৫০-৮০০টাকায় বিক্রি হচ্ছে। চান্দপুর গ্রামের কৃষক রহিম মিয়া জানান, এবার ৫ একর জমিতে ধান চাষ করেছি। ধানের ফলনও ভালো এবং দামও ভালো।

উপজেলা কৃষি কর্মকর্তা মুকশেদুল হক বলেন, এবার ৩৩ হাজার ১৪১মেঃটন চালের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। আশা করা হচ্ছে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। ইতিমধ্যে ধান কাটা শুরু হয়েছ এবং ফলনও ভালো হয়েছে। আগামী ২-৩ সপ্তাহের মধ্যে সব ধান ঘরে তুলতে পারবে।