ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

শুরু হচ্ছে ‘ইউনূস সামাজিক ব্যবসা জাপান’

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫১:০৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০১৫
  • ৩৪৩ বার

শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস একদল তরুণ জাপানি উদ্যোক্তা দ্বারা প্রতিষ্ঠিত সামাজিক ব্যবসা কোম্পানি তোমোনি করপোরেশনের পরিচালনা পরিষদের একটি সভায় অংশগ্রহণ করেন। তারা জাপানে ইউনূস সামাজিক ব্যবসা জাপান প্রতিষ্ঠা করছে। এরা বিশ্বব্যাপী ইউনূস সামাজিক ব্যবসা কোম্পানিগুলোর নেটওয়ার্কের অংশ হিসেবে জাপানে ও জাপানের বাইরে সামাজিক ব্যবসা প্রতিষ্ঠার কাজে নিয়োজিত। এক বিবৃতিতে এ কথা বলেছে ইউনূস সেন্টার। ইউনূস সামাজিক ব্যবসা নেটওয়ার্কের সদর দপ্তর জার্মানির ফ্রাঙ্কফুর্টে অবস্থিত। জাপানের এই তরুণ উদ্যোক্তাদের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত হয় যে, নভেম্বর ৪-৫ তারিখে বার্লিনে অনুষ্ঠেয় সামাজিক ব্যবসা শীর্ষ সম্মেলনে প্যারেন্ট কোম্পানির সঙ্গে একটি চুক্তির মাধ্যমে ইউনূস সামাজিক ব্যবসা জাপানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ও শীর্ষ কর্মকর্তারা ইউনূস সামাজিক ব্যবসা উগান্ডার সঙ্গে যৌথভাবে একটি কৃষি কোম্পানি প্রতিষ্ঠার উদ্দেশ্যে প্রাতিষ্ঠানিক কাঠামো চূড়ান্ত করার জন্য প্রফেসর ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। উল্লেখ্য যে, কলম্বিয়ায় আলু উৎপাদনে বিশেষায়িত বিশ্বের অন্যতম বৃহত্তম কোম্পানি কানাডার ম্যাককেইন ও ইউনূস সামাজিক ব্যবসা কলম্বিয়া অনুরূপ একটি জয়েন্ট ভেঞ্চার প্রতিষ্ঠা করেছে। ৮ই অক্টোবর প্রফেসর ড. ইউনূস টোকিওর রপ্পনগিতে ওয়াইওয়াই (ইউনূস এন্ড ইয়ুথ) সোস্যাল বিজনেস ডিজাইন কনটেস্ট ২০১৫-এ প্রধান অতিথি হিসেবে যোগ দেন। কিউশু বিশ্ববিদ্যালয়ের ইউনূস এন্ড শিকি সোস্যাল বিজনেস রিসার্চ সেন্টার এই প্রতিযোগিতার আয়োজন করে। এটি ছিল তাদের ৪র্থ বার্ষিক প্রতিযোগিতা। ১০০ জনেরও বেশি শিক্ষক, ব্যবসায়ী নেতা ও ছাত্রদের অংশগ্রহণে এই প্রতিযোগিতায় ৮টি শ্রেষ্ঠ প্রকল্প উপস্থাপন করা হয়। প্রতিটি বিভাগে বিজয়ী টিমকে ট্রফি ছাড়াও বার্লিনে অনুষ্ঠেয় সামাজিক ব্যবসা শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য স্কলারশিপ দেয়া হয়। এ ছাড়াও প্রফেসর ইউনূস সোস্যাল বিজনেস একাডেমিয়ার জাপান চ্যাপ্টারের একটি সভায় অংশ নেন এবং জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত ৩২ জন শিক্ষাবিদকে সামাজিক ব্যবসার ওপর শিক্ষাদান বা গবেষণার সঙ্গে যুক্ত শিক্ষাবিদদের নেটওয়ার্কের সর্বশেষ অগ্রগতি বিষয়ে অবহিত করেন। বার্লিনে সামাজিক ব্যবসা শীর্ষ সম্মেলনের ঠিক আগে একই স্থানে ৩-৪ নভেম্বর তারিখে এই একাডেমিয়া নেটওয়ার্কের একটি সম্মেলন অনুষ্ঠিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শুরু হচ্ছে ‘ইউনূস সামাজিক ব্যবসা জাপান’

আপডেট টাইম : ১১:৫১:০৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০১৫

শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস একদল তরুণ জাপানি উদ্যোক্তা দ্বারা প্রতিষ্ঠিত সামাজিক ব্যবসা কোম্পানি তোমোনি করপোরেশনের পরিচালনা পরিষদের একটি সভায় অংশগ্রহণ করেন। তারা জাপানে ইউনূস সামাজিক ব্যবসা জাপান প্রতিষ্ঠা করছে। এরা বিশ্বব্যাপী ইউনূস সামাজিক ব্যবসা কোম্পানিগুলোর নেটওয়ার্কের অংশ হিসেবে জাপানে ও জাপানের বাইরে সামাজিক ব্যবসা প্রতিষ্ঠার কাজে নিয়োজিত। এক বিবৃতিতে এ কথা বলেছে ইউনূস সেন্টার। ইউনূস সামাজিক ব্যবসা নেটওয়ার্কের সদর দপ্তর জার্মানির ফ্রাঙ্কফুর্টে অবস্থিত। জাপানের এই তরুণ উদ্যোক্তাদের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত হয় যে, নভেম্বর ৪-৫ তারিখে বার্লিনে অনুষ্ঠেয় সামাজিক ব্যবসা শীর্ষ সম্মেলনে প্যারেন্ট কোম্পানির সঙ্গে একটি চুক্তির মাধ্যমে ইউনূস সামাজিক ব্যবসা জাপানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ও শীর্ষ কর্মকর্তারা ইউনূস সামাজিক ব্যবসা উগান্ডার সঙ্গে যৌথভাবে একটি কৃষি কোম্পানি প্রতিষ্ঠার উদ্দেশ্যে প্রাতিষ্ঠানিক কাঠামো চূড়ান্ত করার জন্য প্রফেসর ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। উল্লেখ্য যে, কলম্বিয়ায় আলু উৎপাদনে বিশেষায়িত বিশ্বের অন্যতম বৃহত্তম কোম্পানি কানাডার ম্যাককেইন ও ইউনূস সামাজিক ব্যবসা কলম্বিয়া অনুরূপ একটি জয়েন্ট ভেঞ্চার প্রতিষ্ঠা করেছে। ৮ই অক্টোবর প্রফেসর ড. ইউনূস টোকিওর রপ্পনগিতে ওয়াইওয়াই (ইউনূস এন্ড ইয়ুথ) সোস্যাল বিজনেস ডিজাইন কনটেস্ট ২০১৫-এ প্রধান অতিথি হিসেবে যোগ দেন। কিউশু বিশ্ববিদ্যালয়ের ইউনূস এন্ড শিকি সোস্যাল বিজনেস রিসার্চ সেন্টার এই প্রতিযোগিতার আয়োজন করে। এটি ছিল তাদের ৪র্থ বার্ষিক প্রতিযোগিতা। ১০০ জনেরও বেশি শিক্ষক, ব্যবসায়ী নেতা ও ছাত্রদের অংশগ্রহণে এই প্রতিযোগিতায় ৮টি শ্রেষ্ঠ প্রকল্প উপস্থাপন করা হয়। প্রতিটি বিভাগে বিজয়ী টিমকে ট্রফি ছাড়াও বার্লিনে অনুষ্ঠেয় সামাজিক ব্যবসা শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য স্কলারশিপ দেয়া হয়। এ ছাড়াও প্রফেসর ইউনূস সোস্যাল বিজনেস একাডেমিয়ার জাপান চ্যাপ্টারের একটি সভায় অংশ নেন এবং জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত ৩২ জন শিক্ষাবিদকে সামাজিক ব্যবসার ওপর শিক্ষাদান বা গবেষণার সঙ্গে যুক্ত শিক্ষাবিদদের নেটওয়ার্কের সর্বশেষ অগ্রগতি বিষয়ে অবহিত করেন। বার্লিনে সামাজিক ব্যবসা শীর্ষ সম্মেলনের ঠিক আগে একই স্থানে ৩-৪ নভেম্বর তারিখে এই একাডেমিয়া নেটওয়ার্কের একটি সম্মেলন অনুষ্ঠিত হবে।