ভারতের ট্যাক্সি কোম্পানী উবরের একমাত্র হিজাবী ও নামাজি নারী ড্রাইভার জামারুদ পারভীন। ভারতের উত্তর প্রদেশের বিজনোরে জন্ম ও বড় হয়ে ওঠেছেন তিনি। গোঁড়া মুসলিম পরিবারের মেয়ে হলেও ২১ বছর বয়সী পারভীনকে সব সময়ে অন্য কিছু করার উৎসাহ দিয়েছেন তাঁর মা এবং বাবা। আর ঠিক এই কারণেই আজ জামারুদ পারভীন উবর ট্যাক্সি পরিষেবার একজন ট্যাক্সিচালক। জামিয়া মিলিয়া ইসলামিয়ার মতো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস কোর্সে বিএ পড়ছেন জামারুদ। পাশাপাশি চলছে দিল্লীর রাস্তায় স্টিয়ারিং হাতে যাত্রী পারাপারও। দিল্লীর রাস্তায় উবর-এর একমাত্র নারী চালক জামারুদ। না দিল্লীর মতো শহরে এখনও নিশ্চিন্তেই গাড়ি চালান পারভীন। বরং যে শহরে ক্রমাগত ট্যাক্সি চালকদের বিরুদ্ধে নারী যাত্রীদের প্রতি অশালীন ব্যবহারের অভিযোগ আসে, সেখানে মোবাইল অ্যাপে যখন ভেসে আসে ট্রেন্ডি হিজাব পরা পারভীনের মুখ, তখন তৈরি হয় ভরসা।
পুরো বোরখা পরে গাড়ি চালাতে অসুবিধে হয় বলেই ড্রাইভিংয়ের সময়ে শুধুই নিকাব পরেন তিনি। অবশ্য ভবিষ্যতে উবর চালক নয়, নিজেকে দেখতে চান শিক্ষকের ভূমিকার। এমএ পাশ করে তিনি ইসলামিক স্টাডিজ পড়াতে চান।
পরিবারে মা-বাবা ছাড়াও রয়েছে তিন বোন। এক বোনের বিয়ে হয়ে গেলেও তারা সবাই একসঙ্গে এক কামরার ঘরে ভাড়া থাকেন। পারভীনের বাবা পেশায় নির্মাণ শ্রমিক এবং এই এক কামরার ঘরে রয়েছেন বিগত ২০ বছর ধরে। স্কুল পাশ করার পরে মায়ের উৎসাহেই জামারুদ পারভীনের গাড়ি চালানো শেখা। তবে সারাদিন মোটেই উবর-এ পাওয়া যায় না পারভীনকে। সকাল ৭টায় লগইন করেন তিনি। দুপুরে কিছুটা সময় লগঅফ করেন উবর-এর সিস্টেম থেকে। বিকেল ৪ টা নাগাদ আরও একবার লগইন করেন। তবে সন্ধ্যা ৭-৮টার পর আর কোনও ট্রিপ নেন না তিনি। এই রুটিন মেনেই একদিকে যেমন দিনে পাঁচবার নামাজ পড়তে পারছেন, তেমনই পরিবারের সঙ্গেও কিছুটা সময় কাটাতে পারছেন। মাসে ১৫ হাজার টাকা রোজগার করে আজ পারভীন শক্ত হাতে সংসারের হাল ধরেছেন।
সমাজের চোখরাঙানি ও প্রচলিত নিয়মের বিরুদ্ধে গিয়ে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখার সাহস দেখিয়েছেন জামারুদ পারভীন। জীবনে গতি বড়ই পছন্দ তাঁর। আর তাই তো প্রতি ঘণ্টায় ১০০-১২০ কিমি গতিতে হাইওয়ে দিয়ে গাড়ি চালাতে সব থেকে বেশি ভালোবাসেন তিনি।
সংবাদ শিরোনাম
ভারতের ৫ ওয়াক্ত নামাজি ট্যাক্সি ড্রাইভার পারভীনের গল্প
- Reporter Name
- আপডেট টাইম : ১০:৩২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০১৫
- ৩৪৬ বার
Tag :
জনপ্রিয় সংবাদ