ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রেলওয়ের জমি উদ্ধারে ব্যর্থ মন্ত্রণালয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০১৫
  • ২৫৭ বার

বাংলাদেশ রেলওয়ের জমি উদ্ধারে মন্ত্রণালয় ব্যর্থ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। এছাড়া রেলের নিম্নমুখী সেবা নিয়েও ক্ষোভ প্রকাশ করে কমিটি। জাতীয় সংসদ ভবনে বৃহস্পতিবার অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ ক্ষোভ প্রকাশ করা হয়।
কমিটির সভাপতি এ. বি. এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য রেলপথ মন্ত্রী মুজিবুল হক, মোসলেম উদ্দীন, খালিদ মাহমুদ চৌধুরী, আলী আজগর, মুহাম্মদ মিজানুর রহমান, সিরাজুল ইসলাম মোল্লা, মোহাম্মদ নোমান এবং ইয়াসিন আলী অংশ নেন। মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে কমিটির সদস্য ইয়াসিন আলী সাংবাদিকদের বলেন, রেলওয়ের অনেক জমি বেদখল হয়ে গেছে। কিন্তু সেসব উদ্ধারে রেলপথ মন্ত্রণালয় কোনো কার্যকরী ভূমিকা নিচ্ছে না। এজন্য কমিটি ক্ষোভ প্রকাশ করেছে। পাশাপাশি রেলের সেবা নিম্নমুখী হওয়ায় উদ্বেগ প্রকাশ করে কমিটি।
বৈঠকে সংসদীয় দলের চীন সফরের উপর রিপোর্ট পেশ এবং বাংলাদেশ রেলওয়ের ক্রয় পদ্ধতি (পূর্ব অঞ্চলের) ও দশম জাতীয় সংসদের এই সময় পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানকে দেয়া কার্যাদেশ নিয়ে আলোচনা হয়। কমিটি বিভিন্ন রেল স্টেশন পরিদর্শনের সিদ্ধান্ত গ্রহণ করে এবং রেলপথ মন্ত্রণালয়ের অধীনে বাণিজ্যিক ভবন নির্মাণের সুপারিশ করে। এছাড়া খুলনায় রেলওয়ের নিয়ন্ত্রণাধীন জমি অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং খুলনা অঞ্চলে ট্রেনের টিকিট সংখ্যা বৃদ্ধি করতে সুপারিশ করা হয় বৈঠকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

রেলওয়ের জমি উদ্ধারে ব্যর্থ মন্ত্রণালয়

আপডেট টাইম : ১২:৩০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০১৫

বাংলাদেশ রেলওয়ের জমি উদ্ধারে মন্ত্রণালয় ব্যর্থ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। এছাড়া রেলের নিম্নমুখী সেবা নিয়েও ক্ষোভ প্রকাশ করে কমিটি। জাতীয় সংসদ ভবনে বৃহস্পতিবার অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ ক্ষোভ প্রকাশ করা হয়।
কমিটির সভাপতি এ. বি. এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য রেলপথ মন্ত্রী মুজিবুল হক, মোসলেম উদ্দীন, খালিদ মাহমুদ চৌধুরী, আলী আজগর, মুহাম্মদ মিজানুর রহমান, সিরাজুল ইসলাম মোল্লা, মোহাম্মদ নোমান এবং ইয়াসিন আলী অংশ নেন। মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে কমিটির সদস্য ইয়াসিন আলী সাংবাদিকদের বলেন, রেলওয়ের অনেক জমি বেদখল হয়ে গেছে। কিন্তু সেসব উদ্ধারে রেলপথ মন্ত্রণালয় কোনো কার্যকরী ভূমিকা নিচ্ছে না। এজন্য কমিটি ক্ষোভ প্রকাশ করেছে। পাশাপাশি রেলের সেবা নিম্নমুখী হওয়ায় উদ্বেগ প্রকাশ করে কমিটি।
বৈঠকে সংসদীয় দলের চীন সফরের উপর রিপোর্ট পেশ এবং বাংলাদেশ রেলওয়ের ক্রয় পদ্ধতি (পূর্ব অঞ্চলের) ও দশম জাতীয় সংসদের এই সময় পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানকে দেয়া কার্যাদেশ নিয়ে আলোচনা হয়। কমিটি বিভিন্ন রেল স্টেশন পরিদর্শনের সিদ্ধান্ত গ্রহণ করে এবং রেলপথ মন্ত্রণালয়ের অধীনে বাণিজ্যিক ভবন নির্মাণের সুপারিশ করে। এছাড়া খুলনায় রেলওয়ের নিয়ন্ত্রণাধীন জমি অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং খুলনা অঞ্চলে ট্রেনের টিকিট সংখ্যা বৃদ্ধি করতে সুপারিশ করা হয় বৈঠকে।