হাওর বার্তা ডেস্কঃ সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবলের ফাইনালে রোববার সন্ধ্যায় মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা। প্রথমবারের মতো আয়োজিত আসরের ফাইনালে বাংলাদেশের মেয়েদের প্রতিপক্ষ নেপাল।
ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। আসরের শুরু থেকেই দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছে মিসরাত জাহান মৌসুমী, কৃষ্ণা রানী সরকাররা। এখন পর্যন্ত তিন ম্যাচে করেছে ২৩ গোল। বিপরীতে হজম করেছে মাত্র ১টি। ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১৭-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে নেপালকে হারায় ২-১ গোলে। এরপর স্বাগতিক ভুটানের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের জয় ৪-০ গোলে।
যে নেপালকে হারিয়ে গ্রুপ সেরা হয়েছিল বাংলাদেশের মেয়েরা, সেই নেপালের বিপক্ষেই এবার শিরোপার লড়াই। তবে নেপাল সেমি ফাইনালে শক্তিশালী ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে। তাছাড়া পাকিস্তানকে গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে তারাও হারিয়েছিল ১২-০ গোলে। হাড্ডা-হাড্ডি এক ফাইনাল ম্যাচের বার্তাই তাই পাওয়া যাচ্ছে।
তবে বাংলাদেশের দর্শকরা অপেক্ষায় মেয়েদের হাতধরে আরেকটি শিরোপার আনন্দে মাতার। ম্যাচটি অবশ্য বাংলাদেশের কোনো টিভি চ্যানেল সম্প্রচার করবে না। তবে দর্শকরা মেয়েদের ফাইনাল ম্যাচটি সরাসরি দেখতে পারবেন নিচের লিঙ্কে।