কর্ণফুলীতে মামুন হত্যার আসামি কিশোরগঞ্জে গ্রেপ্তার

হাওর বার্তা ডেস্কঃ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে  ছাত্রলীগ নেতা মামুন আল রশিদ (২৪) হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে কর্ণফুলী থানা পুলিশ। সোমবার কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর এলাকায় আত্মীয়ের বাসা থেকে মো. ওমর (২০) নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার সকালে তাকে চট্টগ্রামে নিয়ে আসেন কর্ণফুলী থানা পুলিশের টিম।

গ্রেপ্তার ওমর কর্ণফুলী উপজেলার শাহমীরপুর এলাকার মফজল আহমদের ছেলে এবং মামুন আল রশিদ সাগর হত্যা মামলার এজাহার নামীয় আসামি।

তাকে গ্রেপ্তারের বিষয়টি  নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পু্লিশের সহকারী কমিশনার (কর্ণফুলী জোন) জাহেদুল ইসলাম।

তিনি বলেন, প্রযুক্তির সহায়তায় অবস্থান নিশ্চিত হয়ে মামুন হত্যা মামলার এজাহার নামীয় আসামি ওমরকে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর এলাকায় তার খালার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

অপর আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান জাহেদুল ইসলাম।

২৬ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্ণফুলী উপজেলার বড়উঠানের শাহ মীরপুর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কুপিয়ে হত্যা করা হয় মামুন আল রশিদ সাগরকে। এ ঘটনায় মামুনের বন্ধু আজিজ আহত হন।

মামুন বড়উঠান এলাকার আবু তাহেরের ছেলে।

পরে ২৭ সেপ্টেম্বর রাতে মামুনের ভাই  ইয়াছিন বাদী হয়ে কর্ণফুলী থানায় ছাত্রলীগ ও যুবলীগ কর্মী আলী নুর, আজম, আলী আজগর,  ওমর ও শাহনূরসহ পাঁচজনকে এজাহারনামীয় এবং ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর