ডিএনসিসি প্যানেল মেয়র ওসমান গনি মারা গেছেন

ডিএনসিসি প্যানেল মেয়র ওসমান গনি আর নেই

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্যানেল মেয়র মো. ওসমান গনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। শনিবার সকাল সাড়ে ৮টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি মারা যান। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা  এ এস এম মানুন।

ওসমান গনি ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। মেয়র আনিসুল হক অসুস্থ হওয়ার পর ওসমান গনিকে প্রধান করে তিন সদস্যের প্যানেল মেয়র মনোনয়ন দেয় সরকার।

ওসমান গনি ছাড়াও প্যানেল মেয়র হিসেবে মনোনীত অন্য দুজন হলেন—৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জামাল মোস্তফা এবং সংরক্ষিত নারী আসনের (৩১, ৩২ ও ৩৪ ওয়ার্ডের) কাউন্সিলর আলেয়া সরোয়ার ডেইজী।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর