ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

স্বরাষ্ট্রমন্ত্রীকে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০১৫
  • ২৮৫ বার

দু’পায়ে গুলি করে এক শিশুকে আহত করার ঘটনায় গাইবান্ধার আওয়ামী লীগের সংসদ সদস্য মনজুরুল ইসলাম ওরফে লিটনের বিরুদ্ধে আইোনুগ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল মন্ত্রিসভা বৈঠকে অনির্ধারিত আলোচনায় এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী বলে সংবাদমাধ্যমে এ তথ্য জানা গেছে। প্রধানমন্ত্রী বলেন, অপকর্মকারীদের কোনো দল নেই। তাদের দায়িত্ব দল নেবে না।

দুই বিদেশি হত্যাকাণ্ডে বিএনপির এক স্থায়ী কমিটির সদস্য ও রংপুর অঞ্চলের বাসিন্দা ঢাকা মহানগরের এক নেতার নাম উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাদের জড়িত থাকার বিষয়টি উড়িয়ে দেয়া যায় না। এমপি লিটনের কর্মকাণ্ড সম্পর্কে বলতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার উদ্দেশ্যে বলেন, গাইবান্ধার সুন্দরগঞ্জ জামায়াত ও বিএনপিপ্রবণ এলাকা। এ এলাকায় একসময় আওয়ামী লীগের নাম বললে নানাভাবে নাজেহাল করা হতো।

তিনি বলেন, এ অবস্থা কাটিয়ে আওয়ামী লীগকে সংগঠিত করতে নিরলসভাবে কাজ করেছেন মনজুরুল ইসলাম। এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তার অপর্মের দায় দল কেন নেবে? যুক্তরাষ্ট্রে বসে বিষয়টি আমার নজরে আসার পর তার অস্ত্র জমা ও লাইসেন্স বাতিল করার নির্দেশ দিই। সে অনুযায়ী এরই মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছি, লিটনের বিষয়ে আইন তার নিজস্ব গতিতে চলবে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী যা নেয়া প্রয়োজন তা-ই নিতে হবে। মন্ত্রিসভার সদস্যদেরও বলছি, আপনাদের ওপর অর্পিত দায়িত্ব ঠিকভাবে পালন করে যান। তবেই বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন সম্ভব হবে।

ইতালি ও জাপানি নাগরিক হত্যাকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য একটি চক্র মাথাচাড়া দিয়ে উঠেছে। রংপুর এলাকার এক নেতার হত্যাকাণ্ডের বিষয়ে ইন্ধন রয়েছে। বিভিন্ন মাধ্যমে বিএনপি নেতারা জানাচ্ছেন, অক্টোবর থেকে বিএনপি কর্মসূচি দেবে। এতে হতাহতের ঘটনা ঘটলে বিষয়টি যেন তারা অন্যভাবে না নেন। মূলত দেশের ইমেজ নষ্ট করার জন্য বিদেশি হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটিয়েছে।

এদিকে গাইবান্ধার সুন্দরগঞ্জের তিনটি কলেজের সভাপতির পদ থেকে এমপি লিটনকে বাদ দেয়া হয়েছে বলে গতকাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মনজুরুল ইসলাম গাইবান্ধার সুন্দরগঞ্জের ধুবনী কঞ্চিবাড়ী কলেজ, সুন্দরগঞ্জ মহিলা কলেজ, সুন্দরগঞ্জ ডি ডব্লিউ কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি পদে আর থাকতে পারছেন না।

উল্লেখ্য, শিশুকে গুলি করে আহতের ঘটনায় এমপি লিটনকে আসামি করে মামলা করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

স্বরাষ্ট্রমন্ত্রীকে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

আপডেট টাইম : ১২:৩২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০১৫

দু’পায়ে গুলি করে এক শিশুকে আহত করার ঘটনায় গাইবান্ধার আওয়ামী লীগের সংসদ সদস্য মনজুরুল ইসলাম ওরফে লিটনের বিরুদ্ধে আইোনুগ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল মন্ত্রিসভা বৈঠকে অনির্ধারিত আলোচনায় এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী বলে সংবাদমাধ্যমে এ তথ্য জানা গেছে। প্রধানমন্ত্রী বলেন, অপকর্মকারীদের কোনো দল নেই। তাদের দায়িত্ব দল নেবে না।

দুই বিদেশি হত্যাকাণ্ডে বিএনপির এক স্থায়ী কমিটির সদস্য ও রংপুর অঞ্চলের বাসিন্দা ঢাকা মহানগরের এক নেতার নাম উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাদের জড়িত থাকার বিষয়টি উড়িয়ে দেয়া যায় না। এমপি লিটনের কর্মকাণ্ড সম্পর্কে বলতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার উদ্দেশ্যে বলেন, গাইবান্ধার সুন্দরগঞ্জ জামায়াত ও বিএনপিপ্রবণ এলাকা। এ এলাকায় একসময় আওয়ামী লীগের নাম বললে নানাভাবে নাজেহাল করা হতো।

তিনি বলেন, এ অবস্থা কাটিয়ে আওয়ামী লীগকে সংগঠিত করতে নিরলসভাবে কাজ করেছেন মনজুরুল ইসলাম। এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তার অপর্মের দায় দল কেন নেবে? যুক্তরাষ্ট্রে বসে বিষয়টি আমার নজরে আসার পর তার অস্ত্র জমা ও লাইসেন্স বাতিল করার নির্দেশ দিই। সে অনুযায়ী এরই মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছি, লিটনের বিষয়ে আইন তার নিজস্ব গতিতে চলবে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী যা নেয়া প্রয়োজন তা-ই নিতে হবে। মন্ত্রিসভার সদস্যদেরও বলছি, আপনাদের ওপর অর্পিত দায়িত্ব ঠিকভাবে পালন করে যান। তবেই বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন সম্ভব হবে।

ইতালি ও জাপানি নাগরিক হত্যাকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য একটি চক্র মাথাচাড়া দিয়ে উঠেছে। রংপুর এলাকার এক নেতার হত্যাকাণ্ডের বিষয়ে ইন্ধন রয়েছে। বিভিন্ন মাধ্যমে বিএনপি নেতারা জানাচ্ছেন, অক্টোবর থেকে বিএনপি কর্মসূচি দেবে। এতে হতাহতের ঘটনা ঘটলে বিষয়টি যেন তারা অন্যভাবে না নেন। মূলত দেশের ইমেজ নষ্ট করার জন্য বিদেশি হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটিয়েছে।

এদিকে গাইবান্ধার সুন্দরগঞ্জের তিনটি কলেজের সভাপতির পদ থেকে এমপি লিটনকে বাদ দেয়া হয়েছে বলে গতকাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মনজুরুল ইসলাম গাইবান্ধার সুন্দরগঞ্জের ধুবনী কঞ্চিবাড়ী কলেজ, সুন্দরগঞ্জ মহিলা কলেজ, সুন্দরগঞ্জ ডি ডব্লিউ কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি পদে আর থাকতে পারছেন না।

উল্লেখ্য, শিশুকে গুলি করে আহতের ঘটনায় এমপি লিটনকে আসামি করে মামলা করা হয়েছে।