হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন প্রকৃত বাঙালি। এই প্রকৃত বাঙালির দ্বারাই বাঙালি জাতি স্বাধীনতা লাভ করেছে। পঁচাত্তরের ১৫ই আগস্ট সেই স্বাধীনতার রূপকারকে সপরিবারে হত্যা করে কুলাঙ্গারেরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রচেষ্টা রুখে দিয়েছিল।
তার কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন আজ বাস্তবায়িত হচ্ছে। আগামী নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা বিজয়ী হলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা হবে। তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মঙ্গলবার (২৮ আগস্ট) বিকালে কিশোরগঞ্জ শহরের আখড়াবাজার সেতু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জেলা কৃষক লীগ আয়োজিত তিন দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহর সভাপতিত্বে এতে প্রধান অতিথি রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি ছাড়াও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু বক্তৃতা করেন।
পরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া প্রধান অতিথি কৃষক লীগ নেতৃবৃন্দকে সাথে নিয়ে নরসুন্দার পাড়ে বৃক্ষরোপণ করেন।