হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত উর্ধ্বমূখী সম্প্রসারিত একাডেমিক ভবন (৩য় ও ৪র্থ তলা) উদ্বোধন করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক। রোববার (১২ আগস্ট) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে ফলক উন্মোচনের মাধ্যমে বিদ্যালয়ের এই উর্ধ্বমূখী সম্প্রসারিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ৮৩ লাখ ২৬ হাজার ৩০৮ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করেছে। নবনির্মিত উর্ধ্বমূখী সম্প্রসারিত একাডেমিক ভবন উদ্বোধন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
মিঠামইন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট আব্দুস সাহিদ ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।
এতে অন্যদের মধ্যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী তাজরুল ইসলাম, অষ্টগ্রাম সার্কেলের এএসপি দীপক চন্দ্র মজুমদার, মিঠামইন থানার ওসি আলীমুল ইসলাম, মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য সমীর কুমার বৈষ্ণব, মিঠামইন সদর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফ কামাল, ঘাগড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলেহ উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী ভূঁইয়া, সাবেক ইউপি চেয়ারম্যান মোখলেসুর রহমান ভূঁইয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সোহরাব আলম ভূঁইয়া, উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক কায়সার আহমেদ পাভেল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান উল্লাহ প্রমুখ বক্তৃতা করেন।
প্রধান অতিথির বক্তৃতায় রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুবিধার্থে আরো একটি ভবন নির্মাণ করার ব্যাপারে উদ্যোগ নিবেন বলে প্রতিশ্রুতি দেন।