জেলার দামুড়হুদায় গণপিটুনিতে সিএনজি আরোহী এক ‘ডাকাত’ নিহত হয়েছে। নিহত ডাকাত রাজবাড়ী জেলার পাংশার চাঁদ আলী (৪৫)। এতে রুবেল ও মালেক নামে দুইজন আহত হয়েছে। তাদের পুলিশ হেফাজতে চিকিৎসা দেয়া হচ্ছে।
জানা যায়, চার সদস্যের একদল ডাকাত দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামে ডাকাতি শেষে দর্শনা হল্ট ষ্টেশন থেকে একটি সিএনজিতে চুয়াডাঙ্গার দিকে আসছিল। ঘটনাস্থল দর্শনা দক্ষিণ চাঁদপুরের মানুষ মোবাইল ফোনে বিষয়টি সিএনজি চালককে অবহিত করে। এ অবস্থায়, সিএনজি চালক ঘটনাস্থল ঐ দামুড়হুদা ব্রাকমোড়ে সিএনজি থামিয়ে ফেলে। উপস্থিত জনতা সিএনজি আরোহী ঐ ডাকাতদেরকে গণপিটুনি শুরু করে। ঘটনাস্থলে দ্রুত পুলিশ পৌঁছে রুবেল ও মালেক নামে দুজন হেফাজতে নেয়। দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।