ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ২০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে ইসি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অগাস্ট ২০১৮
  • ২৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় নির্বাচনে অনিয়ম হবে না এমন নিশ্চয়তা দেয়ার সুযোগ নেই বলে সিইসি যে বক্তব্য দিয়েছেন তার সঙ্গে একমত নন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি মনে করেন সিইসির এই বক্তব্যে যারা অনিয়ম করতে চায় তারা উৎসাহী হবে। অন্যদিকে নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

বৃস্পতিবার (৯ আগস্ট) মাহবুব তালুকদার বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) একটি স্পর্শকাতর বিষয় এরাইজ করেছেন। ওনি বলেছেন, ‘জাতীয় নির্বাচনে অনিয়ম হবে না, এমন নিশ্চয়তা নেই।’ আমি ঠিক জানি না সিইসি কেন, কোন প্রেক্ষাপটে কথাটা বলেছেন। এটা তাঁর ব্যক্তিগত অভিমত হতে পারে। তবে আমি তারঁ এ কথার সঙ্গে মোটেই একমত নই। আগামী জাতীয় নির্বাচনে যারা অনিয়ম করতে চায়, তারা এ ধরনের কথায় উৎসাহিত হতে পারে বলে আমি আশঙ্কা করি।

মাহবুব তালুকদার বলেন, সুন্দর নির্বাচন করতে যা করা প্রয়োজন আমি শেষ পর্যন্ত তাই করব, কখন পিছু হাঁটব না। রাষ্ট্র আমাকে যে দায়িত্ব দিয়েছে তা আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব।

তিনি আরও বলেন, আমার সব কমিশনারের সঙ্গে ভাল সম্পর্ক রয়েছে, তাদের সঙ্গে প্রায় আমি আলোচনায় বসি। বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনার আমার অনেক কাছের। বরিশার সিটি নির্বাচন নিয়ে আপনার মতমত কি এমন প্রশ্নে এ কমিশনার বলেন, আমার দায়িত্ব ছিল বরিশার সিটি নির্বাচন দেখা । এ নির্বাচনের যা ঘটেছে সেটি নিয়ে আমি কিছু বলতে চাই না। আমি সিদ্ধান্ত নিয়েছি এ নির্বাচন নিয়ে কোন মন্তব্য করব না।

এদিকে ধারাবাহিক কয়েকটি সিটি নির্বাচন অনুষ্ঠানের পর নির্বাচন কমিশন এবার পূর্ণ মনোনিবেশ করেছে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দিকে। এবারের নির্বাচনে ভোটার বেড়েছে প্রায় এক কোটি। সে কারণে বেড়েছে ভোটকেন্দ্রও। আর ভোটকেন্দ্র বাড়ায় সঙ্গত কারণে বেড়েছে ভোট গ্রহণ-কর্মী।

আগামী ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে। এ হিসেবে সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের সব ধরনের প্রস্তুতি গুছিয়ে নিতে চায় ইসি। এর মধ্যে থাকছে নির্বাচনী সামগ্রীসহ সব স্তরের কেনাকাটাসহ সামগ্রিক প্রস্তুতি। আসছে অক্টোবরে চলবে শুধু রুটিন কাজ। কারণ নভেম্বরের প্রথম সপ্তাহের দিকে তফসিল ঘোষণার জন্য সম্ভাব্য সময় ধরা আছে।

খুলনা, গাজীপুর ও সর্বশেষ তিন সিটি (বরিশাল, রাজশাহী ও সিলেট) নির্বাচনে বিচ্ছিন্ন কিছু ঘটনাকে আমলে নিয়েছে নির্বাচন কমিশন ইসি। এর মধ্যে কয়েকটি কেন্দ্রে পড়েছে অস্বাভাবিক ভোট। তবে জাতীয় সংসদ নির্বাচনে সেখান থেকে শিক্ষা নিয়ে অংশগ্রহণমূলক নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন।

চলতি মাসে শুরু হয়েছে ৩০০ সংসদীয় আসনের ভোট কেন্দ্র স্থাপনের কাজ। সেটির প্রাথমিক কাজ শেষে কিছু জায়গায় প্রকাশ পেয়েছে খসড়া ভোট কেন্দ্রের তালিকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে ইসি

আপডেট টাইম : ১১:৪৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অগাস্ট ২০১৮

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় নির্বাচনে অনিয়ম হবে না এমন নিশ্চয়তা দেয়ার সুযোগ নেই বলে সিইসি যে বক্তব্য দিয়েছেন তার সঙ্গে একমত নন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি মনে করেন সিইসির এই বক্তব্যে যারা অনিয়ম করতে চায় তারা উৎসাহী হবে। অন্যদিকে নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

বৃস্পতিবার (৯ আগস্ট) মাহবুব তালুকদার বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) একটি স্পর্শকাতর বিষয় এরাইজ করেছেন। ওনি বলেছেন, ‘জাতীয় নির্বাচনে অনিয়ম হবে না, এমন নিশ্চয়তা নেই।’ আমি ঠিক জানি না সিইসি কেন, কোন প্রেক্ষাপটে কথাটা বলেছেন। এটা তাঁর ব্যক্তিগত অভিমত হতে পারে। তবে আমি তারঁ এ কথার সঙ্গে মোটেই একমত নই। আগামী জাতীয় নির্বাচনে যারা অনিয়ম করতে চায়, তারা এ ধরনের কথায় উৎসাহিত হতে পারে বলে আমি আশঙ্কা করি।

মাহবুব তালুকদার বলেন, সুন্দর নির্বাচন করতে যা করা প্রয়োজন আমি শেষ পর্যন্ত তাই করব, কখন পিছু হাঁটব না। রাষ্ট্র আমাকে যে দায়িত্ব দিয়েছে তা আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব।

তিনি আরও বলেন, আমার সব কমিশনারের সঙ্গে ভাল সম্পর্ক রয়েছে, তাদের সঙ্গে প্রায় আমি আলোচনায় বসি। বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনার আমার অনেক কাছের। বরিশার সিটি নির্বাচন নিয়ে আপনার মতমত কি এমন প্রশ্নে এ কমিশনার বলেন, আমার দায়িত্ব ছিল বরিশার সিটি নির্বাচন দেখা । এ নির্বাচনের যা ঘটেছে সেটি নিয়ে আমি কিছু বলতে চাই না। আমি সিদ্ধান্ত নিয়েছি এ নির্বাচন নিয়ে কোন মন্তব্য করব না।

এদিকে ধারাবাহিক কয়েকটি সিটি নির্বাচন অনুষ্ঠানের পর নির্বাচন কমিশন এবার পূর্ণ মনোনিবেশ করেছে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দিকে। এবারের নির্বাচনে ভোটার বেড়েছে প্রায় এক কোটি। সে কারণে বেড়েছে ভোটকেন্দ্রও। আর ভোটকেন্দ্র বাড়ায় সঙ্গত কারণে বেড়েছে ভোট গ্রহণ-কর্মী।

আগামী ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে। এ হিসেবে সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের সব ধরনের প্রস্তুতি গুছিয়ে নিতে চায় ইসি। এর মধ্যে থাকছে নির্বাচনী সামগ্রীসহ সব স্তরের কেনাকাটাসহ সামগ্রিক প্রস্তুতি। আসছে অক্টোবরে চলবে শুধু রুটিন কাজ। কারণ নভেম্বরের প্রথম সপ্তাহের দিকে তফসিল ঘোষণার জন্য সম্ভাব্য সময় ধরা আছে।

খুলনা, গাজীপুর ও সর্বশেষ তিন সিটি (বরিশাল, রাজশাহী ও সিলেট) নির্বাচনে বিচ্ছিন্ন কিছু ঘটনাকে আমলে নিয়েছে নির্বাচন কমিশন ইসি। এর মধ্যে কয়েকটি কেন্দ্রে পড়েছে অস্বাভাবিক ভোট। তবে জাতীয় সংসদ নির্বাচনে সেখান থেকে শিক্ষা নিয়ে অংশগ্রহণমূলক নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন।

চলতি মাসে শুরু হয়েছে ৩০০ সংসদীয় আসনের ভোট কেন্দ্র স্থাপনের কাজ। সেটির প্রাথমিক কাজ শেষে কিছু জায়গায় প্রকাশ পেয়েছে খসড়া ভোট কেন্দ্রের তালিকা।