হাওর বার্তা ডেস্কঃ নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সময় তাদের হাতে ফুল দিয়ে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ। আজ শনিবার (৪ আগস্ট) সকাল ১১টার দিকে শহরের আখড়াবাজার ব্রীজ এলাকায় শিক্ষার্থীরা অবস্থান নিলে তাদের মাঝে ফুল নিয়ে হাজির হয় পুলিশ।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবু শামা মো. ইকবাল হায়াতের নেতৃত্বে পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান, পরিদর্শক (অপারেশন) আহসান হাবীব ও পরিদর্শক (কমিউনিটি পুলিশিং) জয়নাল আবেদীন আন্দোলনরত শিক্ষার্থীদের হাতে ফুল তুলে দিয়ে তাদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন।
এ সময় তারা রাস্তায় অবরোধ সৃষ্টি না করে শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান। ফুল হাতে নিয়ে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি শেষ করে আখড়াবাজার ব্রীজ এলাকা ত্যাগ করে। একইভাবে শহরের একরামপুর এলাকায় শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে পুলিশ সেখানে হাজির হয়ে শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানালে শিক্ষার্থীরা কর্মসূচি সমাপ্ত করে।