হাওর বার্তা ডেস্কঃ ঢাকার কুর্মিটোলায় বাস চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে ও নিরাপদ সড়কের দাবিতে রাজশাহী মহানগরীতে প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে অবস্থান করছে শিক্ষার্থীরা। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিক থেকে নগরীর প্রাণকেন্দ্র সাহেব বাজার জিরোপয়েন্টে তারা অবস্থান নিতে শুরু করে।
কিছু সময়ের ব্যবধান সাহেব বাজার জিরোপয়েন্ট এলাকা শিক্ষার্থীদের পদচারণায় কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এ সময় শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবি জানায়। তবে যেকোন অপ্রিতীকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রাজধানী ঢাকায় শুরু থেকেই আন্দোলন হলেও রাজশাহী মহানগরীতে দ্বিতীয় দফায় আন্দোলন চলছে। সেখানে রাজশাহী মহানগরীর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অবস্থান করছে। শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছে। এ ছাড়া প্ল্যকার্ডে বিভিন্ন স্লোগান লেখা রয়েছে।
নগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থেই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ রয়েছে।