ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ইলিয়াস কাঞ্চনের মানববন্ধনে যাবেন জায়েদ খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অগাস্ট ২০১৮
  • ৪৩৯ বার

হাওর বার্তা ডেস্কঃ বাস চাপায় দুই শিক্ষার্থী নিহত ঘটনাকে কেন্দ্র করে এখন পুরো ঢাকা অচল প্রায়। শিক্ষার্থীদের চলা নিরাপদ সড়ক আন্দোলনকে সমর্থন করে আগামীকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবেন ‘নিরাপদ সড়ক চাই’, নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও নায়ক ইলিয়াস কাঞ্চন। বেলা ১১টার এই মানববন্ধন কর্মসূচি শুরু হবে। আর এতে অংশ নেবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক, নায়ক জায়েদ খান। তিনি চলচ্চিত্রের অন্য শিল্পীদেরও যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

জায়েদ খান বলেন, ‘ইলিয়াস কাঞ্চন ভাই আমাদের শিল্পী সমিতির সিনিয়র শিল্পী। তিনিও এর আগে শিল্পী সমিতিতে নেতৃত্ব দিয়েছেন। আমি উনার মানববন্ধনকে স্বাগত জানাই। একজন সাধারণ মানুষ হিসেবে আমি মানববন্ধনে উপস্থিত থাকব। চলচ্চিত্র শিল্পী ও সাধারণ মানুষের কাছে আমার অনুরোধ থাকবে আপনারাও এই মানব বন্ধনে উপস্থিত থেকে চলমান আন্দোলনকে স্বাগত জানাবেন।’

জায়েদ আরো বলেন, ‘এখানে দলমত নির্বিশেষে সবার অংশগ্রহণ করা উচিত। এটা সরকারবিরোধী বা আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে কোনো আন্দোলন নয়। এটা সাধারণ মানুষের সাধারণ দাবি। এর আগে আমি পুলিশ বাহিনীর হয়ে অনেক সচেতনামূলক কার্যক্রমে অংশ নিয়েছি। সঠিক নিয়ম মেনে, লাইসেন্স নিয়ে গাড়ি চালানোর জন্য লিফলেট বিতরণ করেছি। ইলিয়াস কাঞ্চন ভাই বছরের পর বছর কাজ করছেন। এখন সময় এসেছে রাস্তায় নেমে আন্দোলন করার।’

দুর্ঘটনায় মৃত্যুর হার শঙ্কাজনক হারে বেড়েছে বলে মনে করেন জায়েদ। বলেন, ‘এখন যেভাবে রাস্তায় মানুষ মারা শুরু হয়েছে, এখনই তা না রুখলে তা মহামারির আকার ধারণ করবে। শুধু শহরে নয়, ঢাকার বাইরে মহাসড়কেও একটি গাড়ির সাথে অন্য গাড়ির প্রতিযোগিতায় প্রতিদিন মানুষ মরছে। প্রথমে রাস্তায় এই প্রতিযোগিতা বন্ধ করতে হবে। তার জন্য প্রয়োজনে আইন করতে হবে। ড্রাইভারদের সঠিক প্রশিক্ষণ দিতে হবে। আমরা চাই স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইলিয়াস কাঞ্চনের মানববন্ধনে যাবেন জায়েদ খান

আপডেট টাইম : ১১:২২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অগাস্ট ২০১৮

হাওর বার্তা ডেস্কঃ বাস চাপায় দুই শিক্ষার্থী নিহত ঘটনাকে কেন্দ্র করে এখন পুরো ঢাকা অচল প্রায়। শিক্ষার্থীদের চলা নিরাপদ সড়ক আন্দোলনকে সমর্থন করে আগামীকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবেন ‘নিরাপদ সড়ক চাই’, নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও নায়ক ইলিয়াস কাঞ্চন। বেলা ১১টার এই মানববন্ধন কর্মসূচি শুরু হবে। আর এতে অংশ নেবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক, নায়ক জায়েদ খান। তিনি চলচ্চিত্রের অন্য শিল্পীদেরও যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

জায়েদ খান বলেন, ‘ইলিয়াস কাঞ্চন ভাই আমাদের শিল্পী সমিতির সিনিয়র শিল্পী। তিনিও এর আগে শিল্পী সমিতিতে নেতৃত্ব দিয়েছেন। আমি উনার মানববন্ধনকে স্বাগত জানাই। একজন সাধারণ মানুষ হিসেবে আমি মানববন্ধনে উপস্থিত থাকব। চলচ্চিত্র শিল্পী ও সাধারণ মানুষের কাছে আমার অনুরোধ থাকবে আপনারাও এই মানব বন্ধনে উপস্থিত থেকে চলমান আন্দোলনকে স্বাগত জানাবেন।’

জায়েদ আরো বলেন, ‘এখানে দলমত নির্বিশেষে সবার অংশগ্রহণ করা উচিত। এটা সরকারবিরোধী বা আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে কোনো আন্দোলন নয়। এটা সাধারণ মানুষের সাধারণ দাবি। এর আগে আমি পুলিশ বাহিনীর হয়ে অনেক সচেতনামূলক কার্যক্রমে অংশ নিয়েছি। সঠিক নিয়ম মেনে, লাইসেন্স নিয়ে গাড়ি চালানোর জন্য লিফলেট বিতরণ করেছি। ইলিয়াস কাঞ্চন ভাই বছরের পর বছর কাজ করছেন। এখন সময় এসেছে রাস্তায় নেমে আন্দোলন করার।’

দুর্ঘটনায় মৃত্যুর হার শঙ্কাজনক হারে বেড়েছে বলে মনে করেন জায়েদ। বলেন, ‘এখন যেভাবে রাস্তায় মানুষ মারা শুরু হয়েছে, এখনই তা না রুখলে তা মহামারির আকার ধারণ করবে। শুধু শহরে নয়, ঢাকার বাইরে মহাসড়কেও একটি গাড়ির সাথে অন্য গাড়ির প্রতিযোগিতায় প্রতিদিন মানুষ মরছে। প্রথমে রাস্তায় এই প্রতিযোগিতা বন্ধ করতে হবে। তার জন্য প্রয়োজনে আইন করতে হবে। ড্রাইভারদের সঠিক প্রশিক্ষণ দিতে হবে। আমরা চাই স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা।