হাওর বার্তা ডেস্কঃ এর আগে কলকাতায় মুক্তি পেয়েছিল শাকিব খান অভিনীত ‘ভাইজান এলো রে’ ছবিটি। কাল বাংলাদেশের ১০৯টি প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত হবে এটি। ছবিতে আরো অভিনয় করেছেন বাংলাদেশের দীপা খন্দকার, মনিরা মিঠু, শাহেদ আলী, কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী, পায়েল, শান্তিলাল ও রজতাভ দত্ত প্রমুখ। ছবির পরিচালক জয়দীপ মুখার্জি, প্রযোজনা করেছে ভারতের এসকে মুভিজ।
বাংলাদেশে ছবিটির আমদানি কারক প্রতিষ্ঠান ‘এন ইউ আহমেদ ট্রেডার্স’ কর্তৃপক্ষ জানায়, “চড়া মূল্য (এমজি) দিয়ে দেশের সিনেমাহল মালিকরা ‘ভাইজান এলো রে’ প্রদর্শন করতে যাচ্ছে। তার পরও হল মালিকদের মাঝে যেন উৎসবের আমেজ বিরাজ করছে। তাদের প্রত্যাশা এই ছবি দিয়ে অনেকদিনের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নেবেন।’’
‘ভাইজান এলো রে’ পুরোপুরি কলকাতার ছবি হলেও প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের শীর্ষনায়ক শাকিব খান। এতে তিনি দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। গেল ঈদে পশ্চিমবঙ্গে ছবিটি মুক্তি পায়। ইন্ডিয়ার শীর্ষ গণমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’ এক প্রতিবেদনে জানিয়েছে, সেখানে ঈদে মুক্তি পাওয়া অন্য ছবির চেয়ে ‘ভাইজান এলো রে’ ছবিটি ‘এভারেজ’ ব্যবসা করেছে।