হাওর বার্তা ডেস্কঃ লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ীতে ঘুষের টাকাসহ গ্রেফতার দুই প্রকৌশলীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। কুড়িগ্রাম জেলার পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মমিনুর রহমান ও সহকারী প্রকৌশলী জহুরুল ইসলামকে শুক্রবার জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাতে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার বড়বাড়ী এলাকা থেকে ঘুষের টাকাসহ তাদের আটক করে দুদক।