ঢাকা ১০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সাকিব-মোস্তাফিজ টেস্ট খেলতে চায় না : বিসিবি সভাপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৮:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ জুলাই ২০১৮
  • ২৭৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে কি বিভীষিকাময় সময় অতিক্রম করছে বাংলাদেশ ক্রিকেট দল! দুই টেস্টে বড় ব্যবধানে হেরেছে সাকিব-তামিমরা। অ্যান্টিগায় প্রথম টেস্টে ইনিংস ও ২১৯ রানে হারের পর জ্যামাইকায় পরের টেস্টে ১৬৬ রানে হার। এর মধ্যে আবার অ্যান্টিগায় প্রথম ইনিংসে মাত্র ৪৩ রানে গুটিয়ে গিয়ে নিজেদের টেস্ট ইতিহাসে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড গড়েছে বাংলাদেশ। কেন এই ভয়াবহ বিপর্যয়?

এই বাজে পারফরম্যান্সের কারণ খুঁজতে কাটাছেঁড়া চলছে প্রতিনিয়ত। খোঁজা হচ্ছে পেছনের কারণ। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান আজ যা বললেন, তা হাটে হাঁড়ি ভেঙে দেওয়া মতোই! দলের বেশ কজন অভিজ্ঞ ক্রিকেটার নাকি টেস্ট খেলতে চান না—সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি।

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের নাম উল্লেখ করে বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের দেশেও বেশ কিছু সিনিয়র ক্রিকেটার আছে, তারাও টেস্ট খেলতে চাচ্ছে না। চাচ্ছে না বলতে, যেমন সাকিব টেস্ট খেলতে চায় না। মোস্তাফিজও টেস্ট খেলতে চায় না। বলে না যে খেলব না, কিন্তু চায় এড়িয়ে যেতে। অনেকে টেস্ট খেলতে চায় না, টেস্ট অনেক কঠিন।’

ওয়েস্ট ইন্ডিজ সফর চলাকালীন রুবেল হোসেনের টেস্ট খেলতে অনাগ্রহের কথা সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল। বিসিবি সভাপতির ভাষ্য, রুবেলের কাছে নাকি টেস্ট ক্রিকেট এখন ভীষণ কঠিন, ‘রুবেল অনেক অভিজ্ঞ। অনেক দিন সার্ভিস দিয়ে আসছে। হতে পারে ওর জন্য টেস্ট কঠিন হয়ে যাচ্ছে। তরুণদের থেকে নতুন প্লেয়ার নিয়ে আসতে হবে। এ ছাড়া উপায় নেই।’

টেস্ট ভালো করতে নতুন দল তৈরি করা ছাড়া আপাতত উপায় দেখছেন না বোর্ড সভাপতি, ‘এখানে মানসিকতা না, টেস্টের জন্য আমাদের নতুন দল করতে হবে। চার বছর আগে থেকে বলে আসছি, টেস্টে একটি আলাদা সেটআপ দরকার। টি-টোয়েন্টিতেও। হয়তো দু-তিনজন কমন মুখ থাকবে। সবারই টেস্টের জন্য কিছু বিশেষজ্ঞ খেলোয়াড় আছে। আমাদের কিন্তু সেভাবে নেই। আমরা খালি মুমিনুলকে রেখেছি টেস্টের জন্য। এটা একটি করলে তো হবে না। আমাদের এ রকম পাঁচ-ছয়জন তৈরি করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সাকিব-মোস্তাফিজ টেস্ট খেলতে চায় না : বিসিবি সভাপতি

আপডেট টাইম : ১২:০৮:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ জুলাই ২০১৮

হাওর বার্তা ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে কি বিভীষিকাময় সময় অতিক্রম করছে বাংলাদেশ ক্রিকেট দল! দুই টেস্টে বড় ব্যবধানে হেরেছে সাকিব-তামিমরা। অ্যান্টিগায় প্রথম টেস্টে ইনিংস ও ২১৯ রানে হারের পর জ্যামাইকায় পরের টেস্টে ১৬৬ রানে হার। এর মধ্যে আবার অ্যান্টিগায় প্রথম ইনিংসে মাত্র ৪৩ রানে গুটিয়ে গিয়ে নিজেদের টেস্ট ইতিহাসে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড গড়েছে বাংলাদেশ। কেন এই ভয়াবহ বিপর্যয়?

এই বাজে পারফরম্যান্সের কারণ খুঁজতে কাটাছেঁড়া চলছে প্রতিনিয়ত। খোঁজা হচ্ছে পেছনের কারণ। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান আজ যা বললেন, তা হাটে হাঁড়ি ভেঙে দেওয়া মতোই! দলের বেশ কজন অভিজ্ঞ ক্রিকেটার নাকি টেস্ট খেলতে চান না—সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি।

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের নাম উল্লেখ করে বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের দেশেও বেশ কিছু সিনিয়র ক্রিকেটার আছে, তারাও টেস্ট খেলতে চাচ্ছে না। চাচ্ছে না বলতে, যেমন সাকিব টেস্ট খেলতে চায় না। মোস্তাফিজও টেস্ট খেলতে চায় না। বলে না যে খেলব না, কিন্তু চায় এড়িয়ে যেতে। অনেকে টেস্ট খেলতে চায় না, টেস্ট অনেক কঠিন।’

ওয়েস্ট ইন্ডিজ সফর চলাকালীন রুবেল হোসেনের টেস্ট খেলতে অনাগ্রহের কথা সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল। বিসিবি সভাপতির ভাষ্য, রুবেলের কাছে নাকি টেস্ট ক্রিকেট এখন ভীষণ কঠিন, ‘রুবেল অনেক অভিজ্ঞ। অনেক দিন সার্ভিস দিয়ে আসছে। হতে পারে ওর জন্য টেস্ট কঠিন হয়ে যাচ্ছে। তরুণদের থেকে নতুন প্লেয়ার নিয়ে আসতে হবে। এ ছাড়া উপায় নেই।’

টেস্ট ভালো করতে নতুন দল তৈরি করা ছাড়া আপাতত উপায় দেখছেন না বোর্ড সভাপতি, ‘এখানে মানসিকতা না, টেস্টের জন্য আমাদের নতুন দল করতে হবে। চার বছর আগে থেকে বলে আসছি, টেস্টে একটি আলাদা সেটআপ দরকার। টি-টোয়েন্টিতেও। হয়তো দু-তিনজন কমন মুখ থাকবে। সবারই টেস্টের জন্য কিছু বিশেষজ্ঞ খেলোয়াড় আছে। আমাদের কিন্তু সেভাবে নেই। আমরা খালি মুমিনুলকে রেখেছি টেস্টের জন্য। এটা একটি করলে তো হবে না। আমাদের এ রকম পাঁচ-ছয়জন তৈরি করতে হবে।