হাওর বার্তা ডেস্কঃ ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ মুর্শেদ জামান, বিপিএম। বুধবার সকালে তিনি ইটনা থানার (অফিসার ইনচার্জ) ওসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
মোঃ মুর্শেদ জামান সর্বশেষ কিশোরগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখায় ডিআইও-২ হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি কিশোরগঞ্জ সদর মডেল থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালের ৭ জুলাই ঈদুল ফিতরের দিন শোলাকিয়া চেকপোস্টে জঙ্গি হামলার পর জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনি অসীম সাহসিকতার পরিচয় দেন। এই বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি পুলিশ বাহিনীর সর্বোচ্চ পদক ‘বিপিএম’ লাভ করেন।
নবাগত ওসি মোঃ মুর্শেদ জামান বিপিএম বলেন, ইটনা থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সচেষ্ট থাকার পাশাপাশি ইটনাকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে কাজ করে যাব। সকলের সহযোগিতায় ইটনা থানাকে একটি আদর্শ থানা হিসেবে গড়ে তুলার প্রত্যয়ও ব্যক্ত করেন পুলিশের এই চৌকস কর্মকর্তা।