ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বেলজিয়ামের জালে বল ঢুকিয়েছে ফ্রান্স ফাইনালে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:০৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুলাই ২০১৮
  • ২৭৮ বার

হাওর বার্তা ডেস্কঃ বিরতি থেকেই গোল করল ফ্রান্স। ৫১তম মিনিটে কর্নার কিক থেকে উড়ে আসা বল হেড করে জালে পাঠিয়েছেন স্যামুয়েল উমতিতি। রাশিয়া বিশ্বকাপে মঙ্গলবার প্রথম সেমিফাইনালে মাঠে নেমেছে বেলজিয়াম ও ফ্রান্স। সেইন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় রাত বারোটায়। এখন দ্বিতীয়ার্ধের খেলা চলছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ম্যাচে ১-০ গোলে এগিয়ে রয়েছে ফ্রান্স। ম্যাচের ১৫তম মিনিটে ১-০ গোলে এগিয়ে যেতে পারতো বেলজিয়াম। কিন্তু এডেন হ্যাজার্ডের লো শটটি চলে যায় গোলবারের সামান্য পাশ দিয়ে। ১৮তম মিনিটে সুযোগ এসেছিল ফ্রান্সের সামনে। প্রায় ২০ গজ দূর থেকে গোলে শট নেন মাতুইদি। কিন্তু সরাসরি গোলরক্ষকের কাছে চলে যায়। গোলরক্ষক কোর্তোয় সহজেই বলটি নিজের নিয়ন্ত্রণে নিয়ে দেন।

১৯তম মিনিটে এডেন হ্যাজার্ডের একটি দুর্দান্ত শট গোলপোস্টের সামান্য সামনে থেকে হেড করে ক্রসবারের উপর দিয়ে পাঠিয়ে দেন ফরাসি ডিফেন্ডার রাফায়েল ভারানে। ২১তম মিনিটে বেলজিয়ামের সামনে আবারও একটি সুযোগ আসে। কিন্তু গোলরক্ষক হুগো লরিসের প্রচেষ্টায় বেঁচে যায় ফ্রান্স। প্রায় ১৪ গজ দূর থেকে টবি আল্ডারওইরেল্ডের দুর্দান্ত একটি শট ডাইভ দিয়ে সেভ করেন লরিস।

৩১তম মিনিটে ফ্রান্সের সামনে সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু ফরাসি ফরোয়ার্ড জিরুডের হেডে বল চলে যায় সাইডবারের সামান্য পাশ দিয়ে। ৩৯তম মিনিটে আবারও সুযোগ পায় ফ্রান্স। ডি-বক্সের মধ্যে থেকে গোলপোস্ট লক্ষ্য করে শট নেন প্যাভার্ড। কিন্তু বল গোলরক্ষক কোর্তোয়ার গায়ে লেগে চলে যায় গোললাইনের বাইরে।

বিশ্বকাপে প্রথমবারের মতো ফাইনালে ওঠার অপেক্ষায় রয়েছে বেলজিয়াম। অন্যদিকে, তৃতীয়বারের মতো ফাইনালে ওঠার অপেক্ষায় রয়েছে ফ্রান্স। এর আগে তারা ১৯৯৮ সালে চ্যাম্পিয়ন হয়েছিল ও ২০০৬ সালে রানার আপ হয়েছিল।

ফরাসি কোচ দিদিয়ের দেশম আজ একাদশে একটি পরিবর্তন এনেছেন। নিষেধাজ্ঞা থেকে ফিরে একাদশে ঢুকেছেন মাতুইদি। একাদশ থেকে বাদ পড়েছেন টলিসো। থমাস মিউনিয়ারের পরিবর্তে একাদশে ঢুকেছেন দেম্বেলে।

‘জি’ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছিল বেলজিয়াম। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে তারা জাপানকে ৩-২ গোলে পরাজিত করে। এরপর কোয়ার্টার ফাইনাল ম্যাচে ব্রাজিলকে ২-১ গোলে পরাজিত করে সেমিফাইনালে ওঠে বেলজিয়াম। বেলজিয়াম এর আগে পর্যন্ত যেগুলো ম্যাচ খেলেছে প্রতিটিতে জয় পেয়েছে।

অন্যদিকে, ‘সি’ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে তারা আর্জেন্টিনাকে ৪-৩ গোলে পরাজিত করে। এরপর কোয়ার্টার ফাইনাল ম্যাচে উরুগুয়েকে ২-০ গোলে পরাজিত করে ফরাসিরা। ফ্রান্স এর আগে যে পাঁচটি ম্যাচ খেলেছে তার মধ্যে চারটিতে জিতেছে ও একটিতে ড্র করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

বেলজিয়ামের জালে বল ঢুকিয়েছে ফ্রান্স ফাইনালে

আপডেট টাইম : ০২:০৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুলাই ২০১৮

হাওর বার্তা ডেস্কঃ বিরতি থেকেই গোল করল ফ্রান্স। ৫১তম মিনিটে কর্নার কিক থেকে উড়ে আসা বল হেড করে জালে পাঠিয়েছেন স্যামুয়েল উমতিতি। রাশিয়া বিশ্বকাপে মঙ্গলবার প্রথম সেমিফাইনালে মাঠে নেমেছে বেলজিয়াম ও ফ্রান্স। সেইন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় রাত বারোটায়। এখন দ্বিতীয়ার্ধের খেলা চলছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ম্যাচে ১-০ গোলে এগিয়ে রয়েছে ফ্রান্স। ম্যাচের ১৫তম মিনিটে ১-০ গোলে এগিয়ে যেতে পারতো বেলজিয়াম। কিন্তু এডেন হ্যাজার্ডের লো শটটি চলে যায় গোলবারের সামান্য পাশ দিয়ে। ১৮তম মিনিটে সুযোগ এসেছিল ফ্রান্সের সামনে। প্রায় ২০ গজ দূর থেকে গোলে শট নেন মাতুইদি। কিন্তু সরাসরি গোলরক্ষকের কাছে চলে যায়। গোলরক্ষক কোর্তোয় সহজেই বলটি নিজের নিয়ন্ত্রণে নিয়ে দেন।

১৯তম মিনিটে এডেন হ্যাজার্ডের একটি দুর্দান্ত শট গোলপোস্টের সামান্য সামনে থেকে হেড করে ক্রসবারের উপর দিয়ে পাঠিয়ে দেন ফরাসি ডিফেন্ডার রাফায়েল ভারানে। ২১তম মিনিটে বেলজিয়ামের সামনে আবারও একটি সুযোগ আসে। কিন্তু গোলরক্ষক হুগো লরিসের প্রচেষ্টায় বেঁচে যায় ফ্রান্স। প্রায় ১৪ গজ দূর থেকে টবি আল্ডারওইরেল্ডের দুর্দান্ত একটি শট ডাইভ দিয়ে সেভ করেন লরিস।

৩১তম মিনিটে ফ্রান্সের সামনে সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু ফরাসি ফরোয়ার্ড জিরুডের হেডে বল চলে যায় সাইডবারের সামান্য পাশ দিয়ে। ৩৯তম মিনিটে আবারও সুযোগ পায় ফ্রান্স। ডি-বক্সের মধ্যে থেকে গোলপোস্ট লক্ষ্য করে শট নেন প্যাভার্ড। কিন্তু বল গোলরক্ষক কোর্তোয়ার গায়ে লেগে চলে যায় গোললাইনের বাইরে।

বিশ্বকাপে প্রথমবারের মতো ফাইনালে ওঠার অপেক্ষায় রয়েছে বেলজিয়াম। অন্যদিকে, তৃতীয়বারের মতো ফাইনালে ওঠার অপেক্ষায় রয়েছে ফ্রান্স। এর আগে তারা ১৯৯৮ সালে চ্যাম্পিয়ন হয়েছিল ও ২০০৬ সালে রানার আপ হয়েছিল।

ফরাসি কোচ দিদিয়ের দেশম আজ একাদশে একটি পরিবর্তন এনেছেন। নিষেধাজ্ঞা থেকে ফিরে একাদশে ঢুকেছেন মাতুইদি। একাদশ থেকে বাদ পড়েছেন টলিসো। থমাস মিউনিয়ারের পরিবর্তে একাদশে ঢুকেছেন দেম্বেলে।

‘জি’ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছিল বেলজিয়াম। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে তারা জাপানকে ৩-২ গোলে পরাজিত করে। এরপর কোয়ার্টার ফাইনাল ম্যাচে ব্রাজিলকে ২-১ গোলে পরাজিত করে সেমিফাইনালে ওঠে বেলজিয়াম। বেলজিয়াম এর আগে পর্যন্ত যেগুলো ম্যাচ খেলেছে প্রতিটিতে জয় পেয়েছে।

অন্যদিকে, ‘সি’ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে তারা আর্জেন্টিনাকে ৪-৩ গোলে পরাজিত করে। এরপর কোয়ার্টার ফাইনাল ম্যাচে উরুগুয়েকে ২-০ গোলে পরাজিত করে ফরাসিরা। ফ্রান্স এর আগে যে পাঁচটি ম্যাচ খেলেছে তার মধ্যে চারটিতে জিতেছে ও একটিতে ড্র করেছে।