আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, রাজধানীর গুলশানে ইতালিয়ান নাগরিক তাভেলা সিজার হত্যাকাণ্ডে বিএনপি-জামায়াত জোটনেত্রী বেগম খালেদা জিয়ার যোগসূত্র রয়েছে।
বুধবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শেখ হাসিনাকে গণসংবর্ধনা শীর্ষক এক বর্ধিতসভায় তিনি এসব কথা বলেন।
নগর আওয়ামী লীগ এ বর্ধিত সভার আয়োজন করে। ৩ অক্টোবর বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেয়া হবে।
গত সোমবার গুলশানে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ইতালির নাগরিক তাভেলা সিজার।
হানিফ বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে ইতালির নাগরিককে হত্যা করেছে স্বাধীনতাবিরোধীরা। তারা একাত্তরে পরাজিত হওয়ার প্রতিশোধ নিতে এসব হত্যাকাণ্ড ঘটাচ্ছে।
তিনি বলেন, জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদ ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড বহাল রেখে চূড়ান্ত রায় প্রকাশ পেয়েছে। এ রায়ে জনগণের ইচ্ছার প্রতিফলন হয়েছে। শিগগিরই রায় কার্যকর দেখতে চায় জনগণ।
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
উপস্থিত ছিলেন মহানগর যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম, সহ-সভাপতি মুকুল চৌধুরী, ফয়েজ উদ্দিন মিয়া প্রমুখ।