হাওর বার্তা ডেস্কঃ আজ বুধবার (৪ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মহিম অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম এলাকার মৃত ছাবুদ আলীর ছেলে।
এর আগে কারাগারে হৃদরোগে আক্রান্ত হলে চিকিৎসার জন্য তাকে দ্রুত কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিশোরগঞ্জ জেলা কারাগারের জেলার মোঃ বাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে সাংবাদিককে বলেন, অষ্টগ্রাম উপজেলার একটি হত্যা মামলার আসামি ছিলেন মহিম আলী। গত ২৮ জুন থেকে হাজতি আসামি হিসেবে তিনি কারাগারে বন্দি ছিলেন।