হাওর বার্তা ডেস্কঃ মাত্র ২৫ বছর বয়সে মন্ত্রী পদে যোগদান করেছেন মালয়েশিয়ার তরুণ রাজনীতিবিদ সাইদ সাদিক সাইদ আবদুল রহমান। এর মধ্য দিয়ে সাইদ সাদিক মালয়েশিয়ার সর্বকনিষ্ঠ মন্ত্রী হওয়ার রেকর্ড গড়লেন।
আজ সোমবার যুব ও ক্রীড়ামন্ত্রী পদে শপথ নিয়েছেন তিনি। এই রাজনীতিবিদ আধুনিক মালয়েশিয়ার ডা. মাহাথির মোহাম্মদকে গুরু হিসেবে মানেন । এখন সেই গুরু মাহাথিরের নেতৃত্বাধীন সরকারেরই মন্ত্রী হিসেবে শপথ নিয়েচেন তিনি।
এদিকে এতো কম বয়সে মন্ত্রী হিসেবে যোগদান করায় অনেকের প্রশংসার পাশাপাশি নানান প্রশ্নেরও সম্মুখীন হচ্ছেন সাইদ সাদিক।
অনেকেই প্রশ্ন তুলছেন মাত্র ২৫ বছর বয়সের এই তরুণ রাজনীতিবিদ কোনো মন্ত্রণালয়কে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখেন কিনা।
কিন্তু সাইদ সাদিক দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেছেন, সব সন্দেহবাদীকে তিনি প্রমাণ করে দেবেন এবং তিনি মন্ত্রী হিসেবে এ নিয়োগ পাওয়ার যোগ্য।
সূত্র: নিউজ২৪