ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নিজের ‌‘রেট’ বাড়ালেন পপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৪:০২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০১৫
  • ৩২০ বার

হাতে কাজ নেই বললেই চলে। মাঝে মধ্যে দু’একটি নাটকে দেখা যায় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপিকে। তবুও নিজের ‘রেট’ বাড়িয়ে দ্বিগুন করলেন এ অভিনেত্রী।

জানা গেছে, নতুন চলচ্চিত্রে অভিনয়ের জন্য দ্বিগুণ পারিশ্রমিক চান জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। তিনি এখন ছবি প্রতি ৮-১০ লাখ টাকা দাবি করছেন।

এর আগে পপি ২০১২ সাল পর্যন্ত প্রতিটি ছবিতে অভিনয়ের জন্য সর্বোচ্চ ৫ লাখ টাকা করে নিয়েছেন। ক্যারিয়ারের এ পর্যায়ে এসে দ্বিগুণ পারিশ্রমিক দাবি করায় মিডিয়া অঙ্গনে তাকে নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

জানা গেছে, পপি তার পারিশ্রমিক বাড়ানোর কারণ হিসেবে ব্যবহার্য দ্রব্যসামগ্রীর দ্বিগুণ মূল্যবৃদ্ধির কথা উল্লেখ করেছেন। তাছাড়া তার জনপ্রিয়তার স্থায়ীত্বকাল ও ততধিকবার জতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জনের কথা স্মরণ করিয়ে দেন। এর আগে ২০১১ সালে তিনি মনতাজুর রহমান আকবরের ‘সবুজ কেন অপরাধী’ ছবিতে অভিনয়ের জন্য ১০ লাখ টাকা দাবি করেছিলেন। সেবারও তাকে নিয়ে মিডিয়া পাড়ায় আলোচনা-সমালোচনার ঝড় উঠেছিল।

পরিচালক রফিক শিকদার বলেন, আমার পরিচালিত ‘পদ্মপাড়ের পার্বতী’ (বর্তমানে এর নাম ‘ভোলা তো যায় না তারে’) ছবিতে পপির ৫ লাখ টাকায় অভিনয়ের কথা ছিল। কিন্তু পরে তার কাছে সিডিউল চাইতে গেলে তিনি ১০ লাখ টাকা চেয়ে বসেন। পূর্বের কথা মনে করিয়ে দেয়া সত্ত্বেও ৮ লাখ টাকার নিচে অভিনয় করবেন না বলে সাফ জানিয়ে দেন। তার আকাশছোঁয়া পারিশ্রমিকের দাবিতে আমি হতবাক হয়ে পড়ি। একপর্যায়ে তাকে ছবি থেকে বাদ দিয়ে চিত্রনায়িকা তানহা তাসনিয়াকে নিয়ে এর শুটিং করি। বর্তমানে ছবিটি মুক্তির মিছিলে রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক পরিচালক বলেন, বর্তমানে চলচ্চিত্রাঙ্গনে খরা চলছে। তাছাড়া পপির ক্যারিয়ারের অবস্থাও ততটা চাঙ্গা নয়। এ সময় এসে এত টাকা দাবি করার বিষয়টি খুবই দুঃখজনক।

চলচ্চিত্র বোদ্ধাদের ধারণা, অতিরিক্ত পারিশ্রমিক দাবির কারণেই পপি চলচ্চিত্রাঙ্গন থেকে ছিটকে পড়েছেন। বর্তমানে তার চার-পাঁচটি ছবি মুক্তির মিছিলে রয়েছে। সেগুলোও অনিশ্চয়তার দোলাচলেই দুলছে। সে কারণে পপি এখন ছোটপর্দায় ঝুঁকছেন।

সর্বশেষ গত ১ মে পপি অভিনীত প্রয়াত আবদুল্লাহ আল মামুন পরিচালিত ‘দুই বেয়াইয়ের কীর্তি’ চলচ্চিত্রটি মুক্তি পায়। তাছাড়া তার অভিনীত নারগিস আক্তারের ‘পৌষ মাসের পিরিতি’, ‘শর্টকাটে বড়লোক’, ‘লীলামন্থন’, ‘দুই ভাইয়ের যুদ্ধ’ ও জাহিদ হোসেনের ‘জীবন যন্ত্রণা’ ছবিগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে।-টক্কিজবিডি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

নিজের ‌‘রেট’ বাড়ালেন পপি

আপডেট টাইম : ০৭:০৪:০২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০১৫

হাতে কাজ নেই বললেই চলে। মাঝে মধ্যে দু’একটি নাটকে দেখা যায় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপিকে। তবুও নিজের ‘রেট’ বাড়িয়ে দ্বিগুন করলেন এ অভিনেত্রী।

জানা গেছে, নতুন চলচ্চিত্রে অভিনয়ের জন্য দ্বিগুণ পারিশ্রমিক চান জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। তিনি এখন ছবি প্রতি ৮-১০ লাখ টাকা দাবি করছেন।

এর আগে পপি ২০১২ সাল পর্যন্ত প্রতিটি ছবিতে অভিনয়ের জন্য সর্বোচ্চ ৫ লাখ টাকা করে নিয়েছেন। ক্যারিয়ারের এ পর্যায়ে এসে দ্বিগুণ পারিশ্রমিক দাবি করায় মিডিয়া অঙ্গনে তাকে নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

জানা গেছে, পপি তার পারিশ্রমিক বাড়ানোর কারণ হিসেবে ব্যবহার্য দ্রব্যসামগ্রীর দ্বিগুণ মূল্যবৃদ্ধির কথা উল্লেখ করেছেন। তাছাড়া তার জনপ্রিয়তার স্থায়ীত্বকাল ও ততধিকবার জতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জনের কথা স্মরণ করিয়ে দেন। এর আগে ২০১১ সালে তিনি মনতাজুর রহমান আকবরের ‘সবুজ কেন অপরাধী’ ছবিতে অভিনয়ের জন্য ১০ লাখ টাকা দাবি করেছিলেন। সেবারও তাকে নিয়ে মিডিয়া পাড়ায় আলোচনা-সমালোচনার ঝড় উঠেছিল।

পরিচালক রফিক শিকদার বলেন, আমার পরিচালিত ‘পদ্মপাড়ের পার্বতী’ (বর্তমানে এর নাম ‘ভোলা তো যায় না তারে’) ছবিতে পপির ৫ লাখ টাকায় অভিনয়ের কথা ছিল। কিন্তু পরে তার কাছে সিডিউল চাইতে গেলে তিনি ১০ লাখ টাকা চেয়ে বসেন। পূর্বের কথা মনে করিয়ে দেয়া সত্ত্বেও ৮ লাখ টাকার নিচে অভিনয় করবেন না বলে সাফ জানিয়ে দেন। তার আকাশছোঁয়া পারিশ্রমিকের দাবিতে আমি হতবাক হয়ে পড়ি। একপর্যায়ে তাকে ছবি থেকে বাদ দিয়ে চিত্রনায়িকা তানহা তাসনিয়াকে নিয়ে এর শুটিং করি। বর্তমানে ছবিটি মুক্তির মিছিলে রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক পরিচালক বলেন, বর্তমানে চলচ্চিত্রাঙ্গনে খরা চলছে। তাছাড়া পপির ক্যারিয়ারের অবস্থাও ততটা চাঙ্গা নয়। এ সময় এসে এত টাকা দাবি করার বিষয়টি খুবই দুঃখজনক।

চলচ্চিত্র বোদ্ধাদের ধারণা, অতিরিক্ত পারিশ্রমিক দাবির কারণেই পপি চলচ্চিত্রাঙ্গন থেকে ছিটকে পড়েছেন। বর্তমানে তার চার-পাঁচটি ছবি মুক্তির মিছিলে রয়েছে। সেগুলোও অনিশ্চয়তার দোলাচলেই দুলছে। সে কারণে পপি এখন ছোটপর্দায় ঝুঁকছেন।

সর্বশেষ গত ১ মে পপি অভিনীত প্রয়াত আবদুল্লাহ আল মামুন পরিচালিত ‘দুই বেয়াইয়ের কীর্তি’ চলচ্চিত্রটি মুক্তি পায়। তাছাড়া তার অভিনীত নারগিস আক্তারের ‘পৌষ মাসের পিরিতি’, ‘শর্টকাটে বড়লোক’, ‘লীলামন্থন’, ‘দুই ভাইয়ের যুদ্ধ’ ও জাহিদ হোসেনের ‘জীবন যন্ত্রণা’ ছবিগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে।-টক্কিজবিডি