হাওর বার্তা ডেস্কঃ ২০০২ বিশ্বকাপ পর্যন্ত সার্বিয়া খেলেছে যুগোস্লাভিয়ার পতাকার তলে। ২০০৬ সালে খেলেছে সার্বিয়া ও মন্টোনেগ্রো নামে। তবে ২০১০ বিশ্বকাপে প্রথম খেলে সার্বিয়া নামে। ২০১৪ সালে খেলার সুযোগ পায়নি। এবার প্রথম ম্যাচে কোস্টারিকাকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে হেরে যায় সুইজারল্যান্ডের কাছে। বাংলাদেশ সময় রাত ১২টায় মুখোমুখি হবে ব্রাজিলের।
সার্বিয়াকে আজ হারাতে পারলেই শুধু শেষ ষোল নয়, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটা এক প্রকার নিশ্চিত বলা হয়। ম্যাচে জয় পেতে সোচিতে দলের শেষ অনুশীলনে কৌশলকে কিছু পরিবর্তন এনেছেন তিতে। সার্বিয়ার ম্যাচে যে একটু বেশি জায়গা নিয়ে খেলতে পারেন নেইমার, সেজন্য কুতিনহোকে বাঁ প্রান্ত দিয়ে খেলানোর পরিকল্পনা করেছেন কোচ। ফর্মে থাকা কুতিনহো এরই মধ্যে সুইজারল্যান্ড ও কোস্টারিকা ম্যাচে গোল করেছেন। তাকে দিয়ে উইং ধরে খেলাতে চাইছেন তিতে। এতে করে তার বিশ্বাস নেইমার অনেক বেশি বল পাবেন স্কোর করার জন্য।
সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করে ব্রাজিল। পরের ম্যাচে কোস্টারিকাকে হারায় ২-০ গোলে। দুই ম্যাচে তিতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের খেলিয়েছেন ৪-২-৩-১ ছকে। দুই ম্যাচে সেলেকাওদের একমাত্র স্ট্রাইকার ছিলেন জেসুস। নেইমার খেলেছেন মধ্যমাঠে কুতিনহো ও উইলিয়ানের সঙ্গে। মস্কোর বিখ্যাত স্পার্তাক মাঠে শুধু স্ট্রাইকার হিসেবে নেইমারকে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।