ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ২০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

প্রায় ৪৭ হাজার শিক্ষার্থী আবেদন করেও ভর্তি থেকে বঞ্চিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২২:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৪ জুন ২০১৮
  • ২৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রায় ৪৭ হাজার শিক্ষার্থী আবেদন করেও ভর্তি থেকে বঞ্চিত হচ্ছে। তাদের মধ্যে বেশকিছু জিপিএ-৫ প্রাপ্ত। ভর্তির দ্বিতীয়ধাপের তালিকা প্রকাশের পর ঢাকা শিক্ষা বোর্ড থেকে এমন তথ্য জানা গেছে। জানা গেছে, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য সারাদেশে প্রথমধাপে মোট ১৩ লাখ ১৯ হাজার ৬৭৫ জন শিক্ষার্থী আবেদন করলেও ৯৩ হাজার ৫ শিক্ষার্থী ঝরে গেছে। ফলে বর্তমানে আবেদনকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ২৬ হাজার ৬৭০ জন। তাদের মধ্যে মোট ৯ লাখ ৩০ হাজার ৪৯২ জন ভর্তির জন্য নিশ্চয়ন করেছেন।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. হারুন-আর-রশিদ বলেন, ‘প্রথম ধাপে মোট ১৩ লাখ ১৯ হাজার ৬৭৫ জন শিক্ষার্থী আবেদন করে। সেখান থেকে মেধাতালিকায় ১২ লাখ ৩৮ হাজার ২৫২ জনকে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য বিভিন্ন কলেজে মনোনীত করা হয়। প্রথম পর্যায়ে ৯৪ শতাংশ ভর্তির সুযোগ পায়। দ্বিতীয় মেধা তালিকায় কলেজে ভর্তি হতে পারছে না সাড়ে ৪৬ হাজারের বেশি শিক্ষার্থী। এরা আগামী ২৪ জুন তৃতীয় পর্যায়ে আবেদন করতে পারবে। ২৫ জুন দ্বিতীয় মেধার মাইগ্রেশনের ফল ও তৃতীয় মেধা তালিকার ফল প্রকাশ করা হবে।

তৃতীয় মেধার শিক্ষার্থীদের নিশ্চয়ন করতে হবে ২৬ জুন। তৃতীয় পর্যায়ের মনোনীত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া চলবে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত। আর ক্লাস শুরু ১ জুলাই থেকে। তবে বিলম্ব ফি দিয়ে ভর্তির সুযোগ থাকছে জুলাইয়ের মাঝামাঝি সময় পর্যন্ত।

বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন, একাদশ শ্রেণির প্রথম মেধাতালিকা প্রকাশের পর প্রায় ৬২ হাজার শিক্ষার্থীর কলেজ মনোনীত না হওয়ায় ভর্তি থেকে বঞ্চিত ছিল। গত বৃহস্পতিবার রাতে দ্বিতীয় ধাপের ভর্তির মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় নতুন করে প্রায় আড়াই লাখ শিক্ষার্থী ভর্তির জন্য মনোনীত হলেও ৪৬ হাজার ৫৩১ জন পছন্দের কলেজে ভর্তি হতে পারছে না। মেধাতালিকায় তাদের নাম না আসায় তারা ভর্তি থেকে বঞ্চিত থাকছেন। তবে তৃতীয়ধাপে তারা আবারও নতুন করে আবেদন করতে পারবেন।

ভর্তির সুযোগ না পাওয়ার বিষয়ে জানতে চাইলে কলেজ পরিদর্শক বলেন, সকলেই ভালো কলেজে ভর্তির দিকে নজর থাকে। এ কারণে সেসব কলেজে আবেদন বেশি পড়ে। কিন্তু সেখানে সীমিত আসন থাকায় জিপিএ-৫ ধারী হলেও সকলকে ভর্তি সুযোগ দেয়া সম্ভব হয় না। এ কারণে অনেকে ভর্তির জন্য কোনও কলেজে মনোনীত হয়নি। তবে ভর্তি থেকে কেউ বঞ্চিত হবে না। সারাদেশে পর্যাপ্ত আসন রয়েছে।

এদিকে দ্বিতীয় পর্যায়ের ফল প্রকাশের নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচিত শিক্ষার্থীদের ২৪ ও ২৫ জুনের মধ্যে মোবাইল ব্যাংকিংয়ে চার্জ বাদে ১৮৫ টাকা রেজিস্ট্রেশন ফি রকেট, টেলিটক অথবা শিওর ক্যাশের মাধ্যমে জমা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চয়ন করতে হবে। ২৭ থেকে ৩০ জুন নির্বাচিত শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে হবে। মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ১৫ লাখ ৭৬ হাজার ১০৪ শিক্ষার্থী পাস করেছে। আর কলেজে ভর্তি হতে আবেদন করেছে ১৩ লাখ ১৯ হাজার ৬৭৫ জন। এর মধ্যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রয়েছে ১ হাজার ৫৯৩ জন শিক্ষার্থী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

প্রায় ৪৭ হাজার শিক্ষার্থী আবেদন করেও ভর্তি থেকে বঞ্চিত

আপডেট টাইম : ১২:২২:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৪ জুন ২০১৮

হাওর বার্তা ডেস্কঃ প্রায় ৪৭ হাজার শিক্ষার্থী আবেদন করেও ভর্তি থেকে বঞ্চিত হচ্ছে। তাদের মধ্যে বেশকিছু জিপিএ-৫ প্রাপ্ত। ভর্তির দ্বিতীয়ধাপের তালিকা প্রকাশের পর ঢাকা শিক্ষা বোর্ড থেকে এমন তথ্য জানা গেছে। জানা গেছে, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য সারাদেশে প্রথমধাপে মোট ১৩ লাখ ১৯ হাজার ৬৭৫ জন শিক্ষার্থী আবেদন করলেও ৯৩ হাজার ৫ শিক্ষার্থী ঝরে গেছে। ফলে বর্তমানে আবেদনকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ২৬ হাজার ৬৭০ জন। তাদের মধ্যে মোট ৯ লাখ ৩০ হাজার ৪৯২ জন ভর্তির জন্য নিশ্চয়ন করেছেন।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. হারুন-আর-রশিদ বলেন, ‘প্রথম ধাপে মোট ১৩ লাখ ১৯ হাজার ৬৭৫ জন শিক্ষার্থী আবেদন করে। সেখান থেকে মেধাতালিকায় ১২ লাখ ৩৮ হাজার ২৫২ জনকে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য বিভিন্ন কলেজে মনোনীত করা হয়। প্রথম পর্যায়ে ৯৪ শতাংশ ভর্তির সুযোগ পায়। দ্বিতীয় মেধা তালিকায় কলেজে ভর্তি হতে পারছে না সাড়ে ৪৬ হাজারের বেশি শিক্ষার্থী। এরা আগামী ২৪ জুন তৃতীয় পর্যায়ে আবেদন করতে পারবে। ২৫ জুন দ্বিতীয় মেধার মাইগ্রেশনের ফল ও তৃতীয় মেধা তালিকার ফল প্রকাশ করা হবে।

তৃতীয় মেধার শিক্ষার্থীদের নিশ্চয়ন করতে হবে ২৬ জুন। তৃতীয় পর্যায়ের মনোনীত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া চলবে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত। আর ক্লাস শুরু ১ জুলাই থেকে। তবে বিলম্ব ফি দিয়ে ভর্তির সুযোগ থাকছে জুলাইয়ের মাঝামাঝি সময় পর্যন্ত।

বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন, একাদশ শ্রেণির প্রথম মেধাতালিকা প্রকাশের পর প্রায় ৬২ হাজার শিক্ষার্থীর কলেজ মনোনীত না হওয়ায় ভর্তি থেকে বঞ্চিত ছিল। গত বৃহস্পতিবার রাতে দ্বিতীয় ধাপের ভর্তির মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় নতুন করে প্রায় আড়াই লাখ শিক্ষার্থী ভর্তির জন্য মনোনীত হলেও ৪৬ হাজার ৫৩১ জন পছন্দের কলেজে ভর্তি হতে পারছে না। মেধাতালিকায় তাদের নাম না আসায় তারা ভর্তি থেকে বঞ্চিত থাকছেন। তবে তৃতীয়ধাপে তারা আবারও নতুন করে আবেদন করতে পারবেন।

ভর্তির সুযোগ না পাওয়ার বিষয়ে জানতে চাইলে কলেজ পরিদর্শক বলেন, সকলেই ভালো কলেজে ভর্তির দিকে নজর থাকে। এ কারণে সেসব কলেজে আবেদন বেশি পড়ে। কিন্তু সেখানে সীমিত আসন থাকায় জিপিএ-৫ ধারী হলেও সকলকে ভর্তি সুযোগ দেয়া সম্ভব হয় না। এ কারণে অনেকে ভর্তির জন্য কোনও কলেজে মনোনীত হয়নি। তবে ভর্তি থেকে কেউ বঞ্চিত হবে না। সারাদেশে পর্যাপ্ত আসন রয়েছে।

এদিকে দ্বিতীয় পর্যায়ের ফল প্রকাশের নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচিত শিক্ষার্থীদের ২৪ ও ২৫ জুনের মধ্যে মোবাইল ব্যাংকিংয়ে চার্জ বাদে ১৮৫ টাকা রেজিস্ট্রেশন ফি রকেট, টেলিটক অথবা শিওর ক্যাশের মাধ্যমে জমা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চয়ন করতে হবে। ২৭ থেকে ৩০ জুন নির্বাচিত শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে হবে। মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ১৫ লাখ ৭৬ হাজার ১০৪ শিক্ষার্থী পাস করেছে। আর কলেজে ভর্তি হতে আবেদন করেছে ১৩ লাখ ১৯ হাজার ৬৭৫ জন। এর মধ্যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রয়েছে ১ হাজার ৫৯৩ জন শিক্ষার্থী।