বিশ্বে শীর্ষ ১০০ ব্যবসায়ীর তালিকায় তৃতীয় স্থানে নোবেল শান্তি পুরস্কার জয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. অধ্যাপক মুহাম্মদ ইউনূস। যুক্তরাজ্য থেকে প্রকাশিত পত্রিকা ‘সল্ট’-এ সেরা ১০০ জন ব্যবসায়ী নেতার নামের তালিকায় ড. ইউনূস তৃতীয় স্থান।
উন্নত একটি বিশ্ব নির্মাণে ব্যবসা একটি মুখ্য ভূমিকা পালন করতে পারে- এ প্রত্যাশায় সল্ট এ তালিকা প্রকাশ করেছে। তালিকার প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছেন পল পোলম্যান ও রিচার্ড ব্র্যানসন।
তালিকায় অন্যদের মধ্যে রয়েছেন বিল গেটস, অ্যারিয়ানা হাফিংটন, ল্যারি পেজ, টেড টার্নার, ওয়ানের বাফেট ও টিম কুক।
সল্ট সাময়িকীর প্রতিবেদনে বলা হয়েছে, ড. ইউনূসের ক্ষুদ্র ঋণ ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ অধিকার বলে বিবেচনা করা হয়েছে এবং লাখ লাখ মানুষকে ব্যাংকিং ব্যবস্থায় প্রবেশের সুযোগ করে দেয়া হয়েছে।
তালিকা তৈরির সময় যেসব বিষয় বিবেচনা করা হয়েছে তার মধ্যে টিকে থাকার সক্ষমতা, উদ্ভাবনশীলতা, সহমর্মীতা, ফলাফল এবং এ ধরনের তালিকায় সচরাচর প্রত্যাশিত অন্যান্য মানদণ্ড।
নবায়নযোগ্য শক্তি, সম্পদ সংরক্ষণ, কৃষি এবং সামাজিক ও অর্থনৈতিকভাবে টিকে থাকার সক্ষমতার মানদণ্ডে প্রদর্শিত নেতৃত্বের বিচারে ব্যক্তিত্বের তালিকার জন্য বাছাই করা হয়েছে। তাদের এ উদ্ভাবন কতজন মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে প্রতিবেদনে তাও বলা হয়েছে।