চাতলপাড় চকবাজার নদী ভাঙনের কবলে পড়ে গ্রামবাসীরা

হাওর বার্তা ডেস্কঃ নদী ভাঙনের কবলে পড়ে গ্রাম বা এলাকা ছেড়ে ভিন্ন এলাকায় মানবেতর জীবন যাপন করে যেসব হতভাগ্য— তাদের দলে নতুন করে যোগ হতে যাচ্ছে চাতলপাড় চকবাজার এবং চকবাজারহাটির লোকজন। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলাধীন চাতলপাড় ইউনিয়নের উত্তর পূর্বাংশে অবস্থিত চাতলপাড় চকবাজার। সরেজমিনে বাজার ব্যবসায়ী ও গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, উজান থেকে নেমে আসা পানি প্রবাহের কারণে পার্শ্ববর্তী উপজেলা অষ্টগ্রামের নোয়াগাঁও গ্রামের তীর ঘেঁষে মাঝ নদী পর্যন্ত নতুন চর জেগেছে।

যে কারণে নদীর পানি কিছুটা বাঁক নিয়ে চকবাজারের তীর ঘেঁষে প্রবাহের ফলে ভাঙনের সৃষ্টি হয়েছে। বাজারের আনু মিয়া ও আবদুল মালেকের ভিটা এবং চকবাজারহাটির গনেশ রায়ের বাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার পথে। এ ধারা অব্যাহত থাকলে অচিরেই চকবাজার ও চকবাজারহাটি সমপূর্ণ মেঘনার গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায়, অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে ভাঙনের কবল থেকে চকবাজার ও চকবাজারহাটিকে রক্ষার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর