হাওর বার্তা ডেস্কঃ গাজীপুরের সালানা এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ ২৩ জনকে আটক করেছে।
মঙ্গলবার (০৮ মে) রাত ৮টার দিকে ভাঙচুরের এ ঘটনা ঘটে। এসময় বিশ্ববিদ্যালয়ে অডিটরিয়াম, ভিসির অফিস কক্ষে জানালা ও দরজার কাঁচ এবং ৩টি গাড়ী ভাংচুর করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আরিফুর রহমান খান জানান, গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয় চার মাসের ট্রাম সিস্টেমে চলছে। বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের নেতাকর্মী, কিছু শিক্ষার্থী ও বহিরাগত ছাত্রসহ ৩০ থেকে ৩৫ জন এ ট্রাম সিস্টেমকে বাতিল করে ছয় মাসের সেমিস্টার সিস্টেম চালুর দাবি করে। এ দাবিতে সকালে তারা বিক্ষোভও করেছে। বিক্ষোভের একপর্যায়ে রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বি বাঁধন, সহ-সভাপতি নওজিশ খান তারেক ও সাধারণ সম্পাদক মীর ওবায়দুর রহমানসহ ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ে হামলা চালায়।
তিনি জানান, এ সময় তারা ভাঙচুরসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মারধোর করে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় পুলিশ বেশ কয়েকজন ছাত্রলীগের নেতাকর্মীকে আটক করেছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চত করে জানান, বহিরাগত ও কিছু বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ভিসির কক্ষ, গাড়ি, জানালা ও দরজার কাঁচ ভাঙচুর করেছে। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলা করে।
তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। তবে কতজন আটক হয়েছে তা এখন বলা যাচ্ছে না।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাদেক জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়ে ভাঙচুরের ঘটনায় এ পর্যন্ত ২৩ জনকে আটক করে থানায় আনা হয়েছে। তবে এদের মধ্যে ছাত্রলীগের কতজন আছে তা বলা যাচ্ছে না। আটকরা থানা হাজতে রয়েছে।