সংসদ অধিবেশন বসছে আজ বিকেলে

হাওর বার্তা ডেস্কঃ দশম জাতীয় সংসদের ২০তম অধিবেশন বসছে আজ বিকেলে। আজ রোববার বিকেল ৫টায় সংসদ ভবনে অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এ অধিবেশনের আহ্বান জানিয়েছেন। জাতীয় সংসদের গণসংযোগ অধিশাখা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে সংসদের ১৯তম অধিবেশন শেষ হয় গত ২৮ ফেব্রুয়ারি। শীতকালীন ওই অধিবেশন চলেছিল ৩৫ কার্যদিবস। সাধারণত শীতকালীন অধিবেশন এবং বাজেট অধিবেশন ছাড়া অন্য অধিবেশনগুলো খুব বেশি দীর্ঘ হয় না। ২০তম অধিবেশনও খুব বেশি দীর্ঘ হওয়ার সম্ভাবনা নেই। অধিবেশন শুরু হওয়ার আগে আজ সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশন কত দিন চলবে, তা ঠিক করা হবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর