একদিকে বাজে বোলিং অন্যদিকে আহত হয়ে অনিশ্চয়তায় চলে গেছেন তাসকিন। বুধবার ব্যর্থতার চিত্র ফুটিয়ে তোলেন তাসকিন। বল করার সময় সাইড স্ট্রেইনে প্রচন্ড ব্যথা অনুভব করেন তিনি। তাসকিনের পরিবর্তে অন্যএক ক্রিকেটারকে দলে সুযোগ দেয়া হয়েছে।
শুক্রবার তাকে ভারতে পাঠাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অনেকের মধ্যে থেকে কামরুল ইসলাম রাব্বিকে সিলেক্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
৩ ম্যাচের ওয়ানডের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছে বাংলাদেশ। সে দিক থেকে পরবর্তী ম্যাচগুলো বেশ গুরুত্বপূর্ণ। রাব্বির কাছেও দেশবাসীর প্রত্যাশা অনেক।