মেয়াদ শেষ হওয়ার পরও লাইসেন্স নবায়ন না করা ও কমিশনের পাওনা পরিশোধ না করায় ৩৩টি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান বা আইএসপির লাইসেন্স বাতিল করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। বৃহস্পতিবার বিটিআরসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।
প্রতিষ্ঠানগুলো হচ্ছে- তালিবা আইসিটি, এজিআই কমিউনিকেশন, ঢাকা টেলিফোন কোম্পানি, প্রশিকা কম্পিউটার সিস্টেম, এবস্টো, টেলিবার্তা, জিওটেল, দৃক আলোকচিত্র গ্রন্থাগার, সোনারগাঁও অনলাইন সার্ভিস, গ্লোবাল নেটওয়ার্ক, ইউনাইটেড কমিউনিকেশন, বিজে ট্রেডিং, ইনটেক অনলাইন, এশিয়া নেট, বিইউসিটি কমিউনিকেশন, আই নেট, নেটওয়ার্ক সলিউশন, আর্থ লিংক আইটি, কর্ণফুলী অনলাইন, মিমটেল, ঐশী নেটওয়ার্ক, স্বাধীন মিডিয়া, পদ্মা কমিউনিকেশন, শ্রীমঙ্গল অনলাইন, মাইনেট, এমএলবি নেট, নাহিয়ান টেকনোলজি, সি বিচ অনলাইন, যশোর সিটি কেবল, এ ওয়ান অনলাইন, কে হোসেন কেবল, মিডিয়া অ্যান্ড মাল্টিমিডিয়া এবং মনি এন্টারপ্রাইজ।
বিটিআরসির পরিচালক (লাইসেন্সিং) এম এ তালেব হোসেন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, লাইসেন্স বাতিল হওয়া প্রতিষ্ঠানগুলোর ইন্টারনেট সেবাদান সংক্রান্ত সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে। প্রতিষ্ঠানগুলোকে এক মাসের মধ্যে বকেয়া পরিশোধের জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।
গত জুলাই মাসে একই ধরনের অভিযোগে আরও ৩০টি আইএসপির লাইসেন্স বাতিল করে বিটিআরসি। বর্তমানে দেশে প্রায় পাঁচশ’ লাইসেন্সধারী ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান রয়েছে।