ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

ববি হাজ্জাজ স্বাস্থ্যমন্ত্রীকে বলেন, আপনার খেলার বয়স নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৭:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮
  • ৩৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সাম্প্রতিক এক বক্তব্যের উল্লেখ করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, ‘মাননীয় স্বাস্থ্যমন্ত্রী নাসিম সাম্প্রতিক এক ভাষণে নির্বাচনকে লক্ষ্য করে বলেছেন তারা খেলতে পছন্দ করেন, খালি মাঠে গোল দিতে চান না। আমি বিনয়ের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীকে বলবো, আপনার খেলার বয়স নেই। দয়া করে জনস্বাস্থ্য নিয়ে ভাবুন। গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবার কি অবস্থা, সরকারি হাসপাতালগুলোতে ডাক্তার বসছে কিনা, পর্যাপ্ত অ্যাম্বুলেন্স আছে কিনা, জীবনরক্ষাকারী ওষুধের দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আছে কিনা সেটা ভাবুন।’

গতকাল বৃহস্পতিবার (২৯ মার্চ) বিকালে ঢাকা মহানগরে দলের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ উপলক্ষ্যে ধারাবাহিক গণসংযোগের অংশ হিসাবে ঢাকা মহানগর দক্ষিণের শান্তিনগর কাঁচাবাজার এলাকায় দলীয় প্রচারপত্র বিতরণকালে এসব কথা বলেন তিনি।

ববি হাজ্জাজ আরও বলেন, ‘চলমান সরকারী নার্স নিয়োগ পরীক্ষা দুর্নীতি মুক্ত করুন। আসছে বর্ষা মৌসুমের আগেই রাজধানী ঢাকায় মশক নিধনের ব্যবস্থা করুন। আপনি খেলতে চান কিন্তু স্বাস্থ্যসেবার দিকে নজর নাই। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে কার্যকর করে গড়ে তুলুন, রোগতত্ত্ব ইনস্টিটিউট কি করছে খোঁজ নিন। চিকুনগুনিয়ায় আমরা আর ঢাকাবাসীকে নাকাল হতে দেখতে চাই না। জাতীয় সংসদ নির্বাচন যদি অংশগ্রহণমূলক হয় এবং আমরা যদি প্রভাবমুক্ত পরিবেশে রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করতে পারি তাহলে আপনাকে খেলতে হবে না, বিজয় হবে গণতন্ত্রের।’

ববি হাজ্জাজ বলেন, ‘আমরা আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের মুখ থেকে বিভিন্ন সময় বিনোদনমূলক উক্তি শুনেছি। কেউ বলেছেন জ্ঞান রপ্তানি করবেন, সহনীয় পর্যায়ে ঘুষ খাওয়ার পরামর্শ দিয়েছিলেন, কেউ বলেছিলেন ঠেলাঠেলিতে ধসে পড়েছিল রানা প্লাজা আবার কারো কাছে পাঁচ হাজার কোটি টাকা লোপাট কোন ঘটনাই না।’

নির্বাচন কমিশন নতুন রাজনৈতিক দলের নিবন্ধন কার্যক্রম যথেষ্ট ধীরগতিতে করছে অভিযোগ করে এসময় আরও বক্তব্য রাখেন এনডিএম মহাসচিব অধ্যাপক আব্দুল্লাহ এম তাহের।

অনুষ্ঠান প্রস্তুতি কমিটির সদস্য সচিব মোমিনুল আমিনের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন যুব আন্দোলন কেন্দ্রীয় আহ্বায়ক লায়ন নুরুজ্জামান হীরা, এনডিএম যুগ্ম বিভাগীয় সম্পাদক মো. ইউসুফ রানা, ছাত্র আন্দোলন কেন্দ্রীয় আহ্বায়ক মো. ইসমাইল হোসেন, কেন্দ্রীয় সদস্য সচিব মাসুদ রানা জুয়েল, কেন্দ্রীয় যুব নেতা মো. আব্দুল মোতালিব, মো. শাহাদাত, মো. ওমর ফারুক, মো. হাবিবুর রহমান, ছাত্র আন্দোলন মহানগর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান ইয়ামিনসহ স্থানীয় যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনের নেতা-কর্মীবৃন্দ।

গণসংযোগকালে স্থানীয় দোকান মালিক ও সাধারণ মানুষের মধ্যে এনডিএম এর প্রতিষ্ঠাবার্ষিকীর প্রচারপত্র বিতরণ করেন জনাব হাজ্জাজ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ববি হাজ্জাজ স্বাস্থ্যমন্ত্রীকে বলেন, আপনার খেলার বয়স নেই

আপডেট টাইম : ১১:০৭:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮

হাওর বার্তা ডেস্কঃ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সাম্প্রতিক এক বক্তব্যের উল্লেখ করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, ‘মাননীয় স্বাস্থ্যমন্ত্রী নাসিম সাম্প্রতিক এক ভাষণে নির্বাচনকে লক্ষ্য করে বলেছেন তারা খেলতে পছন্দ করেন, খালি মাঠে গোল দিতে চান না। আমি বিনয়ের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীকে বলবো, আপনার খেলার বয়স নেই। দয়া করে জনস্বাস্থ্য নিয়ে ভাবুন। গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবার কি অবস্থা, সরকারি হাসপাতালগুলোতে ডাক্তার বসছে কিনা, পর্যাপ্ত অ্যাম্বুলেন্স আছে কিনা, জীবনরক্ষাকারী ওষুধের দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আছে কিনা সেটা ভাবুন।’

গতকাল বৃহস্পতিবার (২৯ মার্চ) বিকালে ঢাকা মহানগরে দলের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ উপলক্ষ্যে ধারাবাহিক গণসংযোগের অংশ হিসাবে ঢাকা মহানগর দক্ষিণের শান্তিনগর কাঁচাবাজার এলাকায় দলীয় প্রচারপত্র বিতরণকালে এসব কথা বলেন তিনি।

ববি হাজ্জাজ আরও বলেন, ‘চলমান সরকারী নার্স নিয়োগ পরীক্ষা দুর্নীতি মুক্ত করুন। আসছে বর্ষা মৌসুমের আগেই রাজধানী ঢাকায় মশক নিধনের ব্যবস্থা করুন। আপনি খেলতে চান কিন্তু স্বাস্থ্যসেবার দিকে নজর নাই। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে কার্যকর করে গড়ে তুলুন, রোগতত্ত্ব ইনস্টিটিউট কি করছে খোঁজ নিন। চিকুনগুনিয়ায় আমরা আর ঢাকাবাসীকে নাকাল হতে দেখতে চাই না। জাতীয় সংসদ নির্বাচন যদি অংশগ্রহণমূলক হয় এবং আমরা যদি প্রভাবমুক্ত পরিবেশে রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করতে পারি তাহলে আপনাকে খেলতে হবে না, বিজয় হবে গণতন্ত্রের।’

ববি হাজ্জাজ বলেন, ‘আমরা আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের মুখ থেকে বিভিন্ন সময় বিনোদনমূলক উক্তি শুনেছি। কেউ বলেছেন জ্ঞান রপ্তানি করবেন, সহনীয় পর্যায়ে ঘুষ খাওয়ার পরামর্শ দিয়েছিলেন, কেউ বলেছিলেন ঠেলাঠেলিতে ধসে পড়েছিল রানা প্লাজা আবার কারো কাছে পাঁচ হাজার কোটি টাকা লোপাট কোন ঘটনাই না।’

নির্বাচন কমিশন নতুন রাজনৈতিক দলের নিবন্ধন কার্যক্রম যথেষ্ট ধীরগতিতে করছে অভিযোগ করে এসময় আরও বক্তব্য রাখেন এনডিএম মহাসচিব অধ্যাপক আব্দুল্লাহ এম তাহের।

অনুষ্ঠান প্রস্তুতি কমিটির সদস্য সচিব মোমিনুল আমিনের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন যুব আন্দোলন কেন্দ্রীয় আহ্বায়ক লায়ন নুরুজ্জামান হীরা, এনডিএম যুগ্ম বিভাগীয় সম্পাদক মো. ইউসুফ রানা, ছাত্র আন্দোলন কেন্দ্রীয় আহ্বায়ক মো. ইসমাইল হোসেন, কেন্দ্রীয় সদস্য সচিব মাসুদ রানা জুয়েল, কেন্দ্রীয় যুব নেতা মো. আব্দুল মোতালিব, মো. শাহাদাত, মো. ওমর ফারুক, মো. হাবিবুর রহমান, ছাত্র আন্দোলন মহানগর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান ইয়ামিনসহ স্থানীয় যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনের নেতা-কর্মীবৃন্দ।

গণসংযোগকালে স্থানীয় দোকান মালিক ও সাধারণ মানুষের মধ্যে এনডিএম এর প্রতিষ্ঠাবার্ষিকীর প্রচারপত্র বিতরণ করেন জনাব হাজ্জাজ।