হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জে লেঃ কর্ণেল অব করিম ভূইয়া কলেজ এর এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাসউদ।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রায়হান আহমেদ রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের সদস্য লুৎফুর রহমান চৌধুরী হেলাল। বত্তব্য রাখেন, সমাজ কর্মী আব্দুর রাশিদ বাদশা, সমাজকর্মী আকবর খন্দকার, প্রভাষক রুহুল আমিন, আব্দুল্লাহ আল মামুন, মোঃ কামরুল ইসলাম, সমাজসেবক রফিকুল ইসলাম, আব্দুল হান্নান রেনু, শিক্ষার্থী মাহিম ও মালা।
পরে বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে অতিথিবৃন্দ পুরস্কার ও এডমিট কার্ড তুলে দেন। এ সময় বিধ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, এলাকাবাসী ও গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।