হাওর বার্তা ডেস্কঃ একটা সময়ে অজপাড়া গ্রামেও খেলাধুলা নিয়ে অনেক হইচই হতো। কিন্তু প্রযুক্তিনির্ভর এই যুগে মাঠের খেলায় আগের মতো তেমন সাড়া নেই। আবার সাড়া নেয়ার সুযোগও নেই। একটা সময়ে মাঠের সীমাবদ্ধতা ছিল না।
কিন্তু জনসংখ্যার বৃদ্ধির ফলে প্রতিনিয়ত মাঠের সংকট প্রকট হচ্ছে। যে কারণে হারিয়ে যাওয়া খেলা এবং খেলার সেই পরিবেশ ফিরিয়ে আনতে জেলার ক্রীড়া উন্নয়নে কাজ করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনটি জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।
গতকাল শনিবার কিশোরগঞ্জ জেলায় প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের নামানুসারে প্রথম বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধন করেন বিসিবি সভাপতি। উদ্বোধনী অনুষ্ঠানের ভাষনে তিনি বলেন, কিশোরগঞ্জের জেলা স্টেডিয়ামের উন্নয়ন এবং জেলার খেলাধুলার উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করবে বিসিবি।’
কিশোরগঞ্জের এই টুর্নামেন্ট উদ্বোধনে ঢাকা থেকে নেয়া হয় সাকিব আল হাসান এবং কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে। জেলা স্টেডিয়ামে আয়োজিত লিগের উদ্বোধনী অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করে বিসিবি সভাপতি আরওবলেন, ‘ভবিষ্যতে সাকিব-মোস্তাফিজ এবং তামিম ইকবালদের মতো তারকা ক্রিকেটারে এই কিশোরগঞ্জ জেলা থেকে উঠে আসবে সেই বিশ্বাস আমার আছে।