হাওর বার্তা ডেস্কঃ সারাদেশ ব্যাপী প্রচার অভিযান ও সেবা সপ্তাহ উপলক্ষ্যে মেহেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সদর উপজেলার আমদহ ইউনিয়নের লাঠি দল লাঠি খেলা প্রর্দশন করেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আনোয়ারুল হক শাহী, আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলামসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন লাঠি খেলা উপভোগ করেন।