হাওর বার্তা ডেস্কঃ এক চুলও জমি ছাড়বে না চীন। শত্রুর নাম উল্লেখ না করে এভাবেই হুঁশিয়ারি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। প্রয়োজনে রক্তক্ষয়ী যুদ্ধেও রাজি তিনি।
ন্যাশনাল পিপলস কংগ্রেসের এক অনুষ্ঠানে বক্তব্যকালে হুঁশিয়ারি দিয়ে শি জিনপিং বলেছেন, রক্তক্ষয়ী সংঘর্ষে প্রস্তুত চীন।
জানা যায়, হংকং এবং তাইওয়ানের সঙ্গে প্রথম থেকেই এলাকা নিয়ে বিবাদ রয়েছে চীনের। তাইওয়ান স্বশাসিত দ্বীপ। বেজিং তাইওয়ানকে নিজের দাবি করে সেটি দখল করতে মরিয়া। অন্যদিকে হংকং একসময় ব্রিটিশ শাসিত কলোনি ছিল। সেটিও স্বনিয়ন্ত্রিত। কয়েক বছর ধরে হংকংয়ের প্রশাসনিক কাজে হস্তক্ষেপ করতে শুরু করেছে বেজিং।
এদিকে, আবার ভারতের সঙ্গেও সীমান্ত নিয়ে বিবাদ রয়েছে চীনের। মাস কয়েক আগেই ডোকলামকে নিজের বলে দাবি করে চীন। সেখানে ভারতীয় সেনার প্রবেশ কিছুতেই বরদাস্ত করতে রাজি নয় বেজিং। আড়াই মাস চলে সেই সংঘাত। সেই রেশ এখনও রয়ে গেছে। তারই মধ্যে নতুন করে এই হুঁশিয়ারি দিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।