অর্থমন্ত্রীর অবস্থান সম্পর্কে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘তিনি মুরুব্বি মানুষ। কী কয় না কয় ঠিক নাই। তার কথা কইতেও দেরি নাই, ক্ষমা চাইতেও দেরি নাই।’
সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘কুখ্যাত শত্রু (অর্পিত) সম্পত্তি আইনের ৫০ বছর : জনগণের দুর্দশা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আওয়ামী লীগের প্রবীণ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত এ মন্তব্য করেন।
ভ্যাট বিরোধী আন্দোলনকারীরা যেখানে গিয়ে সমস্যার সমাধান করছেন, অর্পিত সম্পত্তি আইনের সমস্যা সমাধানেও সংখ্যালঘুদেরকে সেই প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার পরামর্শ দেন সুরঞ্জিত।
তিনি বলেন, ‘অর্পিত সম্পত্তি নিয়ে দীর্ঘ ৫০ বছরের সৃষ্ট সমস্যার সমাধান কে করতে পারে? একমাত্র প্রধানমন্ত্রী চাইলেই সম্ভব। ভ্যাট নিয়ে সমস্যার সমাধান হচ্ছে, আর ভ্যাটবিরোধী আন্দোলনকারীরা যেখানে গিয়ে সমাধান করছেন, সংখ্যালঘুরাও সেই প্রধানমন্ত্রীর কাছে যাও।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, খুশি কবীর, বাংলাদেশের সামজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, সাংবাদিক অজয় দাস গুপ্ত প্রমুখ।