ঢাকা ১১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কুকুর, মোরগ ও শিয়াল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪২:৪৯ অপরাহ্ন, বুধবার, ২১ মার্চ ২০১৮
  • ৮০২ বার

হাওর বার্তা ডেস্কঃ এক কুকুর আর তার সাথী এক মোরগ। দু’জনে মিলে ঘুরতে বেরিয়েছিল। ঘুরতে ঘুরতে রাত হয়ে গেল। তখন তারা আশ্রয়ের জন্য ঘন বনের মধ্যে চলে এলো। মোরগ চড়ে বসল এক গাছের অনেক উঁচু একটা ডালে আর কুকুর সেই গাছের নিচে তার বিছানা পেতে নিল। ভোর হলে, যেমন সে রোজ করে, মোরগ ডেকে উঠল কোঁকড়-কো করে। সেই আওয়াজ শুনে এক শিয়ালের মনে হলো সকালের নাস্তাটা আজ মোরগের মাংসে সেরে ফেললে খাসা হয়। শিয়াল তখন ওই ডালটার নিচে চলে এলো আর নানাভাবে মোরগের মিষ্টি গলার আওয়াজের সুখ্যাতি করে তার সঙ্গে দোস্তি পাতাতে চাইল।

‘আপনি রাজি থাকলে’, বলল সে মোরগকে, ‘আজকের দিনটা আপনার সঙ্গে কাটাতে পারলে আমার খুব ভালো লাগবে।’ মোরগ বলল, ‘মশায়, এক কাজ করেন, একটু এগিয়ে এই গাছের গোড়ায় চলে যান। আমার মালপত্র যে টানে সে ওইখানে ঘুমিয়ে আছে। তারে ডেকে তোলেন, সে আপনাকে এখানে আসার জন্য দরজা খুলে দেবে।’

শিয়ালকে ওইদিকে আসতে দেখেই কুকুর একেবারে লাফ দিয়ে উঠল আর শিয়ালের ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলল।

উপদেশ : অন্যদের যারা ফাঁদে ফেলতে চায়, প্রায়ই তারা নিজেরাই নিজেদের ফাঁদে পড়ে যায়। ঈশপের গল্প অবলম্বনে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

কুকুর, মোরগ ও শিয়াল

আপডেট টাইম : ০৪:৪২:৪৯ অপরাহ্ন, বুধবার, ২১ মার্চ ২০১৮

হাওর বার্তা ডেস্কঃ এক কুকুর আর তার সাথী এক মোরগ। দু’জনে মিলে ঘুরতে বেরিয়েছিল। ঘুরতে ঘুরতে রাত হয়ে গেল। তখন তারা আশ্রয়ের জন্য ঘন বনের মধ্যে চলে এলো। মোরগ চড়ে বসল এক গাছের অনেক উঁচু একটা ডালে আর কুকুর সেই গাছের নিচে তার বিছানা পেতে নিল। ভোর হলে, যেমন সে রোজ করে, মোরগ ডেকে উঠল কোঁকড়-কো করে। সেই আওয়াজ শুনে এক শিয়ালের মনে হলো সকালের নাস্তাটা আজ মোরগের মাংসে সেরে ফেললে খাসা হয়। শিয়াল তখন ওই ডালটার নিচে চলে এলো আর নানাভাবে মোরগের মিষ্টি গলার আওয়াজের সুখ্যাতি করে তার সঙ্গে দোস্তি পাতাতে চাইল।

‘আপনি রাজি থাকলে’, বলল সে মোরগকে, ‘আজকের দিনটা আপনার সঙ্গে কাটাতে পারলে আমার খুব ভালো লাগবে।’ মোরগ বলল, ‘মশায়, এক কাজ করেন, একটু এগিয়ে এই গাছের গোড়ায় চলে যান। আমার মালপত্র যে টানে সে ওইখানে ঘুমিয়ে আছে। তারে ডেকে তোলেন, সে আপনাকে এখানে আসার জন্য দরজা খুলে দেবে।’

শিয়ালকে ওইদিকে আসতে দেখেই কুকুর একেবারে লাফ দিয়ে উঠল আর শিয়ালের ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলল।

উপদেশ : অন্যদের যারা ফাঁদে ফেলতে চায়, প্রায়ই তারা নিজেরাই নিজেদের ফাঁদে পড়ে যায়। ঈশপের গল্প অবলম্বনে।