ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে তিন তালাক বিলের বিরুদ্ধে মুসলিম নারীদের একাংশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২১ মার্চ ২০১৮
  • ২৯৩ বার

হাওর বার্তা ডেস্কঃ তিন তালাক বিল শুধু মুসলিম বিরোধী নয়, এটি মানব ও পরিবার বিরোধী-এমনই অভিযোগ তুলেছে ভারতের মুসলিম নারীদের একাংশ৷ সেই সঙ্গে কেন্দ্রের আনা তিন তালাক বিলের বিরোধিতা করে আন্দোলনে নেমেছে তারা৷মহারাষ্ট্রের নাগপুরে প্রস্তাবিত তিন তালাক বিল নিয়ে বিক্ষোভ দেখিয়েছে শতাধিক বোরখা পরিহিতারা ৷

অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের মহিলা শাখার পক্ষ থেকে ওই বিক্ষোভ ব়্যালির আয়োজন করা হয়৷সরকার যাতে বিলটি প্রত্যাহার করে নেয় তার দাবিতে পথে নামেন তারা ৷ ব়্যালিতে অংশ নেওয়া মুসলিম নারীদের বক্তব্য ছিল, ‘তিন তালাক বিল মুসলিম বিরোধী ৷ এতে মুসলিম নারীদের সুরক্ষা ও নিরাপত্তা বিঘ্নিত হবে৷’ বিলটিকে তারা মানব ও পরিবার বিরোধী বলেও অ্যাখ্যা দেন ৷

তিন তালাক বিলের বিরোধীতা নিয়ে এর আগেও পথে নেমেছেন মুসলিম নারীরা ৷ মার্চ মাসের শুরুতে পুনেতে একদল মুসলিম নারী তিন তালাক বিল প্রত্যাহারের দাবি জানিয়ে বিক্ষোভ দেখায় ৷ গত বছর সুপ্রিম কোর্ট তালাক-ই-বিদ্দত বা তাৎক্ষণিক তিন তালাককে অবৈধ বলে ঘোষণা করে৷ তারপর থেকে আড়াআড়ি বিভক্ত মুসলিম সমাজ ৷ একদল এই রায়কে যেমন স্বাগত জানিয়েছে ৷ তেমনই বিরুদ্ধ সুর শোনা গেছে অন্য পক্ষের গলায় ৷

সেই ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেয় আইন এনে এটিকে কার্যকর করার ৷ শীর্ষ আদালতের নির্দেশের পরই সরকার তিন তালাক বিরোধী বিল নিয়ে আসে ৷ প্রস্তাবিত বিলে বলা হয়, তাৎক্ষণিক তালাক দিলে সংশ্লিষ্ট ব্যক্তির তিন বছরের জেল হবে৷ এতেই অনেকে আপত্তি জানিয়েছে ৷ লোকসভায় বিলটি পাশ হলেও রাজ্যসভায় আটকে যায় বিলটি ৷

সূত্র: কলকাতা টোয়েন্টিফোর সেভেন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ভারতে তিন তালাক বিলের বিরুদ্ধে মুসলিম নারীদের একাংশ

আপডেট টাইম : ১০:১৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২১ মার্চ ২০১৮

হাওর বার্তা ডেস্কঃ তিন তালাক বিল শুধু মুসলিম বিরোধী নয়, এটি মানব ও পরিবার বিরোধী-এমনই অভিযোগ তুলেছে ভারতের মুসলিম নারীদের একাংশ৷ সেই সঙ্গে কেন্দ্রের আনা তিন তালাক বিলের বিরোধিতা করে আন্দোলনে নেমেছে তারা৷মহারাষ্ট্রের নাগপুরে প্রস্তাবিত তিন তালাক বিল নিয়ে বিক্ষোভ দেখিয়েছে শতাধিক বোরখা পরিহিতারা ৷

অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের মহিলা শাখার পক্ষ থেকে ওই বিক্ষোভ ব়্যালির আয়োজন করা হয়৷সরকার যাতে বিলটি প্রত্যাহার করে নেয় তার দাবিতে পথে নামেন তারা ৷ ব়্যালিতে অংশ নেওয়া মুসলিম নারীদের বক্তব্য ছিল, ‘তিন তালাক বিল মুসলিম বিরোধী ৷ এতে মুসলিম নারীদের সুরক্ষা ও নিরাপত্তা বিঘ্নিত হবে৷’ বিলটিকে তারা মানব ও পরিবার বিরোধী বলেও অ্যাখ্যা দেন ৷

তিন তালাক বিলের বিরোধীতা নিয়ে এর আগেও পথে নেমেছেন মুসলিম নারীরা ৷ মার্চ মাসের শুরুতে পুনেতে একদল মুসলিম নারী তিন তালাক বিল প্রত্যাহারের দাবি জানিয়ে বিক্ষোভ দেখায় ৷ গত বছর সুপ্রিম কোর্ট তালাক-ই-বিদ্দত বা তাৎক্ষণিক তিন তালাককে অবৈধ বলে ঘোষণা করে৷ তারপর থেকে আড়াআড়ি বিভক্ত মুসলিম সমাজ ৷ একদল এই রায়কে যেমন স্বাগত জানিয়েছে ৷ তেমনই বিরুদ্ধ সুর শোনা গেছে অন্য পক্ষের গলায় ৷

সেই ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেয় আইন এনে এটিকে কার্যকর করার ৷ শীর্ষ আদালতের নির্দেশের পরই সরকার তিন তালাক বিরোধী বিল নিয়ে আসে ৷ প্রস্তাবিত বিলে বলা হয়, তাৎক্ষণিক তালাক দিলে সংশ্লিষ্ট ব্যক্তির তিন বছরের জেল হবে৷ এতেই অনেকে আপত্তি জানিয়েছে ৷ লোকসভায় বিলটি পাশ হলেও রাজ্যসভায় আটকে যায় বিলটি ৷

সূত্র: কলকাতা টোয়েন্টিফোর সেভেন