হাওর বার্তা ডেস্কঃ আবেগ প্রবণ আর ক্রিকেট পাগল জাতি হিসাবে পরিচিত বাঙালি। এই জাতির ক্রিকেট উন্মাদনার সঙ্গে এবার শামিল হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল লঙ্কানদের বিপক্ষে ঐতিহাসিক এক জয়ের পর নিদাহাস ট্রফির ফাইনাল উঠেছে বাংলাদেশ।
এই খুশিতে ক্রিকেট দলের জন্য বিশাল অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করেছে বোর্ড। তাও টাকার অঙ্কটা আতকে ওঠার মতো। টিমের জন্য এক কোটি টাকা পুরস্কার ঘোষণা করে জয়ের উৎসবে আরও রঙ ছড়িয়ে দিল বিসিবি। একই সঙ্গে ফাইনালে চ্যাম্পিয়ন হলে পুরুস্কারের অঙ্ক আরও বড় হবে বলেও বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল।
শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশের সামনে হিসেবটা ছিল ৬ বলে ১২ রানের। উইকেটে ছিলেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ। শেষ মুহুর্তে নাটকীয়তা জমে ওঠে ম্যাচে। হারের শঙ্কা পেয়ে বসেছিল টাইগারদের সামনে। কিন্তু মাহমুদউল্লাহ যেন পণ করেছিল আরেকটি ইতিহাস গড়বেন তিনি। তাঁর বুক চিতিয়ে লড়াইয়ে শ্রীলঙ্কাকার বিপক্ষে দুই উইকেট এবং এক বল হাতে রেখে জয় তুলে নেয় টাইগাররা। লঙ্কার মাটিতে লঙ্কাকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেলো বাংলাদেশ।